ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারের উন্নয়নে কাজ করবে আইসিবিসহ সরকারি ৪ ব্যাংক

  • পোস্ট হয়েছে : ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
  • 50

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারের উন্নয়নে কাজ করতে সরকারি সোনালি, রূপালি, অগ্রনি ও জনতা ব্যাংকসহ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর প্রধান অর্থ কর্মকর্তারা (সিএফও) বৈঠক করেছেন। এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

বুধবার (১৪ অক্টোবর) জনতা ব্যাংকের সিএফও একেএম শরীয়ত উল্লাহর নেতৃত্বে ব্যাংকটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে উপস্থিত ব্যাংক ও আইসিবির সিএফওরা শেয়ারবাজারের উন্নয়নে একসাথে কাজ করার কথা বলেছেন। এছাড়া বাজারের উন্নয়নে বিনিয়োগের ধারা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

এর আগে গত ১১ অক্টোবর বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন সরকারি ৪ ব্যাংক ও আইসিবির সিএফওদের সঙ্গে বৈঠক করেন। শেয়ারবাজারে প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে বিনিয়োগ বাড়ানোর জন্য ৫টি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করার দায়িত্ব দেওয়ার হয় জনতা ব্যাংকের সিএফও একেএম শরীয়ত উল্লাহকে। তিনি আগামি ২-৩ মাস সমন্বয় করে বিনিয়োগ বাড়ানোর জন্য সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। এরপরে পর্যায়ক্রমে অন্যরা এ দায়িত্ব পালন করবেন।

বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শেয়ারবাজারের উন্নয়নে কাজ করবে আইসিবিসহ সরকারি ৪ ব্যাংক

পোস্ট হয়েছে : ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারের উন্নয়নে কাজ করতে সরকারি সোনালি, রূপালি, অগ্রনি ও জনতা ব্যাংকসহ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর প্রধান অর্থ কর্মকর্তারা (সিএফও) বৈঠক করেছেন। এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

বুধবার (১৪ অক্টোবর) জনতা ব্যাংকের সিএফও একেএম শরীয়ত উল্লাহর নেতৃত্বে ব্যাংকটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে উপস্থিত ব্যাংক ও আইসিবির সিএফওরা শেয়ারবাজারের উন্নয়নে একসাথে কাজ করার কথা বলেছেন। এছাড়া বাজারের উন্নয়নে বিনিয়োগের ধারা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

এর আগে গত ১১ অক্টোবর বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন সরকারি ৪ ব্যাংক ও আইসিবির সিএফওদের সঙ্গে বৈঠক করেন। শেয়ারবাজারে প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে বিনিয়োগ বাড়ানোর জন্য ৫টি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করার দায়িত্ব দেওয়ার হয় জনতা ব্যাংকের সিএফও একেএম শরীয়ত উল্লাহকে। তিনি আগামি ২-৩ মাস সমন্বয় করে বিনিয়োগ বাড়ানোর জন্য সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। এরপরে পর্যায়ক্রমে অন্যরা এ দায়িত্ব পালন করবেন।

বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: