বিজনেস আওয়ার প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ শেয়ারবাজার বন্ধ থাকবে। আগামীকাল যথাযথ নিয়মে ফের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন চালু হবে।
এদিকে রমজান উপলক্ষে ডিএসইর অফিস সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকছে। শেয়ারবাজারে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত চালু থাকছে। এর মধ্যে বেলা ১টা ২০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন।
ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে এক্সচেঞ্জটির অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকবে এবং লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে আড়াইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে (এর মধ্যে ২টা ২০ থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন)।
বিজনেস আওয়ার/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: