বিজনেস আওয়ার প্রতিবেদক: সমাপ্ত হিসাববছরের জন্য চলতি সপ্তাহে ডিভিডেন্ড বা লভ্যাংশ ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ঘোষণা করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানিগুলো হলো- আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আইপিডিসি ফাইন্যান্স
শেয়ারবাজারে আর্থিকখাতে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্সের পর্ষদ সভা আগামী সোমবার (১৮ মার্চ) বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো।
সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৪ পয়সা।
আইসিবি ইসলামিক ব্যাংক
শেয়ারবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংকের পর্ষদ সভা আগামী বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ২টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে। আগের বছর কোম্পানিটি কোন লভ্যাংশ দেয়নি।
এদিকে সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১১ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৯ টাকা ৮ পয়সায়। আগের অর্থবছরের একই সময় শেষে দায় ছিল ১৮ টাকা ২৫ পয়সায়।
বিজনেস আওয়ার/এএইচএ