বিজনেস আওয়ার প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৮-২১ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮৫ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। তাতে সপ্তাহ শেষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির ১৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৬৭ শতাংশ অবদান গোল্ডেন সনের।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিকের সপ্তাহজুড়ে ১৭ কোটি ৬৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে আসা এশিয়াটিক ল্যাবের বিদায়ী সপ্তাহে শেয়ার হাতবদল হয় ১৬ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেস্ট হোল্ডিংসের ১৬ কোটি ১৯ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ১৫ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা, লাফার্জহোলসিমের ১৪ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১০ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১০ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকা এবং এসএস স্টিল লিমিটেডের ১০ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/এএইচএ