বিনোদন ডেস্ক: করোনা সংক্রমণের দীর্ঘ সাত মাস পর খুলতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহগুলো। হল খুললেও নতুন ছবি মুক্তি দিতে চাচ্ছে না প্রযোজকরা। বেশিরভাগ প্রযোজকেরই ভাষ্য,আগে আমরা দুই-তিন সপ্তাহ পর্যালোচনা করি, দর্শক হলে ফিরুক। তারপর নতুন ছবি।
সাত মাস পর সিনেমা হলগুলোর শুভ সূচনা হতে যাচ্ছে সমালোচিত ইউটিউবার হিরো আলমের ছবি ‘সাহসী হিরো আলম’ দিয়ে।
আর কালকেই বাংলাদেশের প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে আসবে ‘সাহসী হিরো আলম’।
এ ছবিটির প্রযোজক হিরো আলম বলেন, করোনা দুর্যোগের পর ছবি মুক্তি দেওয়ার সাহস কেউ করেনি। কেউ এগিয়ে আসেনি। আমি নিজে এগিয়ে এসেছি। মুখে অনেক কথা বলা যায়, কিন্তু বাস্তবে তা করা কঠিন। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, ক্ষতির মুখে পড়ব কিনা? আমি আপাতত সেটা ভাবছি না। ছবি মুক্তি না দিলে হল চলবে না। এটা আরও বড় ক্ষতি।
প্রযোজক সমিতি সুত্রে জানা গেছে, আপাতত ‘সাহসী হিরো আলম’-ই মুক্তি পাচ্ছে। দুটি নতুন ছবি মুক্তির জন্য এসেছিল। তবে তারা আবার পিছিয়ে গেছে। তাই চলতি সপ্তাহে একটি ছবিই বাংলাদেশে মুক্তি পাবে।
বিজনেস আওয়ার/১৫ অক্টোবর, ২০২০/এ