বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিনকোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিকস এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ এইতিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৩৪ লাখ টাকারও বেশি।
জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৩৮ ৭৮ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ৩ কোটি ৪২ লাখ ৮১ হাজার টাকা এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ কোটি ৯২ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৫২ লাখ ৬৮ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১ কোটি ১৬ লাখ ৩৪ হাজার টাকা, ই-জেনারেশনের ৮৯ লাখ ৬৮ হাজার টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ৮৮ লাখ ৫৫ হাজার টাকা, আফতাব অটোমোবাইলসের ৭২ লাখ ৮৭ হাজার, লাভেলো আইসক্রিমের ৬৫ লাখ ৪৮ হাজার এবং অগ্নি সিস্টেমস লিমিটেডের ৬৪ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/০১ এপ্রিল/ এ এইচ