স্পোর্টস ডেস্ক: আইপিএল ইতিহাসে সর্বোচ্চ গতির বল করেছেন দক্ষিণ আফ্রিকান পেসার এনরিখ নরকিয়া। বুধবার (১৪ অক্টোবর) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৫৬.২২ কিলোমিটার গতিতে বল করেছেন তিনি। এই গোলা ছুড়ে তিনি ভেঙে দিয়েছেন স্বদেশি পেসার ডেল স্টেইনের রেকর্ড। ২০১২ সালে স্টেইন বল করেছিলেন ১৫৪.৪০ গতিতে।
ইনিংসের তৃতীয় ও নিজের প্রথম ওভার বল করতে এসে নরকিয়া প্রথম গোলাটি ছুড়েন ১৪৮ কিমি গতির। সেই ওভারে তার বাকি পাঁচ বলের গতি ১৫২.৩ কিমি, ১৫২.১ কিমি, ১৪৬.৪ কিমি, ১৫৬.২ কিমি ও ১৫৪.৮ কিমি। ওভারটিতে তিনি বোল্ডও করেন রাজস্থানের ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারকে।
বিজনেস আওয়ার/১৫ অক্টোবর, ২০২০/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: