ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্তে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেলো বিএসএফ

  • পোস্ট হয়েছে : ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • 84

বিজনেস আওয়ার প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের ওই সীমান্তে এ ঘটনা ঘটে।

এ সময় আরও একজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বিএসফের গুলিতে নিহত সাইফুল ইসলাম গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়ার হাসান আলী ওরফে ঝোড়ু ঘোষের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে সাইফুলসহ তার আরও কয়েকজন সহপাঠী রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান। এ সময় ভারতের ১৫৯ বিএসএফ ব্যাটালিয়নের ইটাঘাটা বিওপির টহলরত সদস্যরা গুলি ছুঁড়লে সাইফুল ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী।

এ সময় রাজু ইসলাম (২৫) নামে আরও এক যুবক বিএসএফের গুলিতে আহত হন। গুলিবিদ্ধ হলে লুকিয়ে অন্য জায়গায় তিনি চিকিৎসা নিচ্ছেন।

গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে সাইফুল নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ এখন ভারতেই আছে। সাইফুলের সঙ্গে যারা গিয়েছিল তারা এমন তথ্য দিয়েছেন।

নওগাঁর ১৬ বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, সীমান্তে এক বাংলাদেশি নিহত হয়েছে এমন খবর আমরাও পেয়েছি। এই বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে।

বিজনেস আওয়ার/০৩ এপ্রিল/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সীমান্তে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেলো বিএসএফ

পোস্ট হয়েছে : ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের ওই সীমান্তে এ ঘটনা ঘটে।

এ সময় আরও একজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বিএসফের গুলিতে নিহত সাইফুল ইসলাম গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়ার হাসান আলী ওরফে ঝোড়ু ঘোষের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে সাইফুলসহ তার আরও কয়েকজন সহপাঠী রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান। এ সময় ভারতের ১৫৯ বিএসএফ ব্যাটালিয়নের ইটাঘাটা বিওপির টহলরত সদস্যরা গুলি ছুঁড়লে সাইফুল ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী।

এ সময় রাজু ইসলাম (২৫) নামে আরও এক যুবক বিএসএফের গুলিতে আহত হন। গুলিবিদ্ধ হলে লুকিয়ে অন্য জায়গায় তিনি চিকিৎসা নিচ্ছেন।

গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে সাইফুল নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ এখন ভারতেই আছে। সাইফুলের সঙ্গে যারা গিয়েছিল তারা এমন তথ্য দিয়েছেন।

নওগাঁর ১৬ বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, সীমান্তে এক বাংলাদেশি নিহত হয়েছে এমন খবর আমরাও পেয়েছি। এই বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে।

বিজনেস আওয়ার/০৩ এপ্রিল/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: