বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৮টির বা ১৮.৯৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ন্যাশনাল ফিড মিলসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ন্যাশনাল ফিড মিলসের শেয়ার দর ছিল ১০.২০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৩.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহে ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ২৯.৪১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ন্যাশনাল ফিড মিলস ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২৮.৬৫ শতাংশ, খান ব্রাদার্সের ১৪.৮১ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ১৩.৭৯ শতাংশ, জিকিউ বলপেনের ১৩.২১ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৯.০৯ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৮.১৩ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৬৯ শতাংশ, অলিম্পিকের ৭.৫১ শতাংশ এবং ম্যারিকোর শেয়ার দর ৭.৪৭ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/১৬ অক্টোবর, ২০২০/এস