1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
করোনায় ঘোষিত প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:২২ অপরাহ্ন

করোনায় ঘোষিত প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : সিএমএসএমইসহ করোনায় ঘোষিত প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতিতে সৃষ্ট আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে ঘোষিত প্রণোদনা প্যাকেজ সঠিকভাবে এবং যত দ্রুত সম্ভব বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসাদুল ইসলাম বলেন, এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেই আমাদের বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি এ প্যাকেজের অর্থ কোনোভাবেই যাতে মিস ইউজ না হয় সে বিষয়েও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

সভায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ছাড়াও সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ব্যাংকসহ সকল ব্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/১৬ অক্টোবর, ২০২০/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ