ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দাফনের আগে জীবনের জানান দিল নবজাতক

  • পোস্ট হয়েছে : ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
  • 68

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণার পর দাফন করার ঠিক আগে জীবনের জানান দিল এক নবজাতক। শুক্রবার সকালে বসিলা কবরস্থান থেকে শিশুটিকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই ফিরিয়ে নেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নবজাতকটি ছিল ‘অপরিণত’, তাই শুরুতে ‘রেসপন্স’ ছিল না। এখন তারা শিশুটিকে বাঁচানোর চেষ্টা করছেন।

জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন মোল্লার স্ত্রী শাহিনুর বেগম তিনদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১১০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। শুক্রবার ভোরে অস্ত্রোপচার ছাড়াই কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

জন্মের পরপরই ওই নবজাতককে মৃত ঘোষণা করে তার বাবা ইয়াসিনের হাতে তুলে দেন চিকিৎসক। দাফনের জন্য মেয়েকে বসিলা কবরস্থানে নিয়ে যান ইয়াসিন। সেখানেই শিশুটি নড়ে ওঠে। পরে দ্রুত শিশুটিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

বিজনেস আওয়ার/১৬ অক্টোবর, ২০২০/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দাফনের আগে জীবনের জানান দিল নবজাতক

পোস্ট হয়েছে : ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণার পর দাফন করার ঠিক আগে জীবনের জানান দিল এক নবজাতক। শুক্রবার সকালে বসিলা কবরস্থান থেকে শিশুটিকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই ফিরিয়ে নেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নবজাতকটি ছিল ‘অপরিণত’, তাই শুরুতে ‘রেসপন্স’ ছিল না। এখন তারা শিশুটিকে বাঁচানোর চেষ্টা করছেন।

জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন মোল্লার স্ত্রী শাহিনুর বেগম তিনদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১১০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। শুক্রবার ভোরে অস্ত্রোপচার ছাড়াই কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

জন্মের পরপরই ওই নবজাতককে মৃত ঘোষণা করে তার বাবা ইয়াসিনের হাতে তুলে দেন চিকিৎসক। দাফনের জন্য মেয়েকে বসিলা কবরস্থানে নিয়ে যান ইয়াসিন। সেখানেই শিশুটি নড়ে ওঠে। পরে দ্রুত শিশুটিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

বিজনেস আওয়ার/১৬ অক্টোবর, ২০২০/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: