বিনোদন ডেস্ক: বলিউডের ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খানের বাড়িতে চার রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। হামলার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সোমবার রাতে গুজরাটের ভুজ থেকে দুই সন্দেহভাজন ‘বন্দুকবাজ’কে গ্রেফতার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গুজরাটের ভুজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ভিকি ও সাগরকে। তারা দু’জনই বিহারের বাসিন্দা। তারা কারাবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই যুবক ভুজের একটি মন্দিরে লুকিয়ে ছিল। গোপন খবরের ভিত্তিতে তাদের পাকড়াও করে পুলিশ। তারা মহারাষ্ট্রের রায়হগ জেলার একটি এলাকা থেকে দুটি মোটরসাইকেল ভাড়া করেছিলেন। এরপর পানভেল এলাকার ভাড়া বাড়ি থেকে মোটরসাইকেলে করে সালমান খানের মুম্বাইয়ের বাড়ির সামনে আসেন। আর সিসিটিভি ফুটেজে তাদের মোটরসাইকেল করে পালিয়ে যাওয়ার দৃশ্য শনাক্ত হয়।
পুলিশ সূত্রের খবর, একাধিক খুনের মামলায় জড়িত থাকার অপরাধে তিহাড় কারাগানে বন্দী রয়েছেন লরেন্স। কিন্তু তার গ্রুপের সদস্যদের কর্মকাণ্ড এখনো সক্রিয়। বলিউড তারকা সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় দায় স্বীকার করে অনলাইনে পোস্ট করেন লরেন্সের ভাই আনমোল বিষ্ণোই।
বিজনেস আওয়ার/১৭ এপ্রিল/ এস কে