বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে রবিবার (১৪ এপ্রিল)। এই ঘটনার পর মঙ্গলবারই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের অপরাধ দমন শাখা। মুম্বাই পুলিশের বিশেষ টিম গুজরাটে গিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। জানা গেছে, অভিযুক্ত দুজনের নাম ভিকি গুপ্তা (২৪) ও সাগর পাল (২১)। বুধবার রাতে হরিয়ানা থেকে এই মামলার তৃতীয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে, এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের তদন্তে। জানা যাচ্ছে, বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্যকে চার লাখ টাকা ‘সুপারি’ দেওয়া হয়েছিল সালমান খানের বাড়িতে হামলার জন্য। গত রবিবার সালমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই বাইক আরোহী এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যাচ্ছে। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে ভুজ পুলিশ। তদন্তকারীদের দাবি, বুধবার রাতে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষ্ণোই গ্যাং ও ওই শ্যুটারদের মধ্যে মধ্যস্থতাকারী ছিল। তদন্তে আরো উঠে এসেছে, অন্যতম অভিযুক্ত সাগরের হাতে শনিবার রাতেই বন্দুক তুলে দেওয়া হয়েছিল।
কিন্তু কে সেই বন্দুক দিয়েছে তা এখনো অজানা। এক লাখ টাকা তাদের অগ্রিম হিসেবে দেওয়া হয়েছিল বলেও দাবি করেছে পুলিশ।
তবে প্রাথমিকভাবে তদন্ত থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে, সালমানকে খুন করার কোনো পরিকল্পনা ছিল না হামলাকারীদের। কেবল ‘ভাইজান’-কে ভয় দেখানোই উদ্দেশ্য ছিল। হামলার আগে তারা এলাকা পর্যবেক্ষণ করে বলেও জানা গেছে।
এদিকে গুলি চালানোর ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারের পরেই মঙ্গলবার বিকেলে সালমানের ‘গ্যালাক্সি অ্যাপার্টেমন্টে’ যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। অভিনেতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গোটা ঘটনায় মুম্বাই পুলিশ কঠোর পদক্ষেপ নেবে। পাশাপাশি সালমানসহ তাঁর গোটা পরিবারকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এই মর্মে মুম্বাই পুলিশ কমিশনারকে ইতিমধ্যেই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শিণ্ডে। বিষ্ণোই গ্যাংকে খতম করার অঙ্গীকারও ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী শিণ্ডে।
বিজনেস আওয়ার/১৮ এপ্রিল/ এস কে