ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বড় জয়ে শিরোপার আরও কাছে পিএসজি

  • পোস্ট হয়েছে : ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • 102

স্পোর্টস ডেস্ক: ফরাসী লিগ-১ এর শিরোপা দিকে দুর্দুান্ত গতিতে এগিয়ে যাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এবার লিয়নকে ৪-১ গোলে হারিয়ে শিরোপার আরও কাছাকাছি চলে গেছে রাজধানীর ক্লাবটি।

গতকাল রোববার রাতে ঘরের মাঠে লিয়নের বিপক্ষে সবগুলো গোলই ম্যাচের প্রথমার্ধে করে পিএসজি। লিয়নের করা একমাত্র গোলটিও ছিল প্রথমার্ধেই। অর্থাৎ ম্যাচের ৫ গোলের সবগুলোই প্রথমার্ধে।

২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে বরাবরের মতো টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে এএস মোনাকো। আর ৪৪ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে আছে লিয়ন।

ম্যাচের মাত্র ৩ মিনিটে আত্মঘাতী গোলে প্রথম লিড পায় পিএসজি। লিয়নের লিমাঞ্জা মাতিক ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন। ৬ মিনিটে পিএসজিতে ২-০ ব্যবধানে এগিয়ে দেন লুকাস বেরালদো। বাকি গোল দুটি করেন গনচেলো রামোস (৩২ ও ৪২ মিনিটে)।

অপরদিকে লিয়নের হয়ে একমাত্র গোলটি করেন আর্নেস্ট ন্যুমা। ৩৭ মিনিটে গোলটি করেন তিনি।

বিজনেস আওয়ার/২২ এপ্রিল/ এস কে

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বড় জয়ে শিরোপার আরও কাছে পিএসজি

পোস্ট হয়েছে : ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

স্পোর্টস ডেস্ক: ফরাসী লিগ-১ এর শিরোপা দিকে দুর্দুান্ত গতিতে এগিয়ে যাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এবার লিয়নকে ৪-১ গোলে হারিয়ে শিরোপার আরও কাছাকাছি চলে গেছে রাজধানীর ক্লাবটি।

গতকাল রোববার রাতে ঘরের মাঠে লিয়নের বিপক্ষে সবগুলো গোলই ম্যাচের প্রথমার্ধে করে পিএসজি। লিয়নের করা একমাত্র গোলটিও ছিল প্রথমার্ধেই। অর্থাৎ ম্যাচের ৫ গোলের সবগুলোই প্রথমার্ধে।

২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে বরাবরের মতো টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে এএস মোনাকো। আর ৪৪ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে আছে লিয়ন।

ম্যাচের মাত্র ৩ মিনিটে আত্মঘাতী গোলে প্রথম লিড পায় পিএসজি। লিয়নের লিমাঞ্জা মাতিক ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন। ৬ মিনিটে পিএসজিতে ২-০ ব্যবধানে এগিয়ে দেন লুকাস বেরালদো। বাকি গোল দুটি করেন গনচেলো রামোস (৩২ ও ৪২ মিনিটে)।

অপরদিকে লিয়নের হয়ে একমাত্র গোলটি করেন আর্নেস্ট ন্যুমা। ৩৭ মিনিটে গোলটি করেন তিনি।

বিজনেস আওয়ার/২২ এপ্রিল/ এস কে

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: