বিজনেস আওয়ার প্রতিবেদক: অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান বলেছেন, দেশের পুঁজিবাজার নিয়ে আলোচনা হওয়া দরকার। কারণ বেসরকারি খাত পুঁজিবাজার থেকে টাকা নেয় না। পুঁজিবাজার থেকে টাকা নিয়ে ব্যাংক খাতের ওপর চাপ কমাতে হবে।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটের প্রাক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
রাজধানীর প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী বলেন, দেশের বেসরকারি খাত পুঁজিবাজার থেকে টাকা নেয়না কেন? পুঁজিবাজার নিয়ে আলোচনা হওয়া দরকার। পুঁজিবাজারকে স্থিতিশীল করা দরকার। যাতে ব্যাংক খাতের ওপর চাপ কমিয়ে অর্থ সংগ্রহের জন্য পুঁজিবাজারের উপর নির্ভর করা যায়।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য প্রদান করেন আইসিএমএবি’র প্রেসিডেন্ট প্রফেসর ড. মোহাম্মদ সেলিম উদ্দিন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আইসিএমএবি’র সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান কাউন্সিল সদস্য আরিফ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চীফ এডভাইজর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর এবং এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মাহবুবুল আলম।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের আহসান এইচ মনসুর বলেন, আগামী মে ও জুন মাসে সরকারের ব্যয় বাড়বে। এই ব্যয়ের চাপ পড়বে দেশের ব্যাংক খাতে। তবে ব্যাংকগুলোর জন্য এই চাপ নেওয়া খুব কঠিন হবে। ম্যাকরো ইকোনোমিকসে তিনটি মূল সমস্যা রয়েছে। এগুলোর মধ্যে প্রথমত মূল্যস্ফীতি কমাতে হবে। এক্সচেঞ্জ মার্কেট স্থিতিশীল করতে হবে। পাশাপাশি সরকারি বন্ড নিয়ে কাজ করা উচিত।
বিজনেস আওয়ার/২৩ এপ্রিল/ এ এইচ