বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রায় দুই মাস ধরে ওয়াসার পানি না পাওয়ায় রাজধানীর মিরপুরের পূর্ব শেওড়া পাড়া এলাকায় করা সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন স্থানীয়রা। প্রশাসনের আশ্বাসের পর রোববার (১৮ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন তারা। এর আগে স্থানীয়রা সোয়া এক ঘণ্টা রাস্তা অবোরধ করে রাখেন।
আন্দোলনকারীরা জানান, প্রশাসনের কর্মকর্তারা ওয়াসার সঙ্গে কথা বলেছেন। ওয়াসার লোকজন বলেছে সমস্যার সমাধান করবে। তাই আমরা আমাদের পানির দাবিতে করা সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। তবে ২৪ ঘণ্টার মধ্যে পানির সমাধান না হলে আমরা লাগাতার সড়ক অবরোধ করবো।
এ ব্যাপারে শেওড়াপাড়ার এক বাসিন্দা বলেন, এ সমস্যাটা আজকের নয় দীর্ঘ দুই বছরের। আমাদের এখানে ১৫ দিন থেকে একমাস পানি থাকে না। গত দুই মাস ধরে আমরা কোনো পানি পাই না। পানি না থাকায় জীবন দুর্বিষহ হয়ে গেছে। তাই এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।
এ প্রসঙ্গে ট্রাফিকের ইন্সপেক্টর (টিআই) বিমল চন্দ্র বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করে করে কোনো কিছু না করতে আমরা স্থানীয়দের অনুরোধ জানিয়েছি। পানি সমসযার ব্যাপারে আমরা ওয়াসার সঙ্গে কথা বলেছি। ওয়াসার লোকজন আসছে, তারা এলে বিষয়টি সমাধান করা হবে।
এর আগে ওয়াসার পানির দাবিতে সকাল ৯টা থেকে শেওড়াপাড়ায় সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ। অবরোধের কারণে মিরপুর ১২ নম্বর সেকশন থেকেশেওড়াপাড়া পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এদিকে রাস্তা অবরোধের কারণে অফিসগামী যাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হয়।
বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২০/এ