বিজনেস আওয়ার প্রতিবেদক: সরকার প্রতিকেজি আলুর দাম ৩০ টাকা নির্ধারণ করে দিলেও এ দামে কোথাও আলু বিক্রি হচ্ছে না। কারওয়ান বাজারে প্রকাশ্যেই প্রতিকেজি আলু ৪০-৪২ টাকায় বিক্রি হচ্ছে। হাতিরপুল বাজারে একই আলু বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়। আর পাড়া মহল্লায় ভ্যানে কোথাও কোথাও তা ৫৫-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও পাড়া মহল্লার দোকানপাট ঘুরে দেখা গেছে, সরকারিভাবে আলুর কেজি ৩০ টাকা বেঁধে দিলেও কোথাও এ দামে বিক্রি হচ্ছে না। বিক্রেতারা মূল্য তালিকায় প্রতিকেজি আলু ৪০-৪২ টাকা লিখে রেখেছেন। অথচ সরকার ৩০ টাকায় আম্লু বিক্রি করার নির্দেশ দিয়েছেন।
কারওয়ানবাজারে এক ব্যবসায়ীর কাছে সরকার নির্ধারিত ৩০ টাকা কেজিতে আলু বিক্রি কেন করছেন না জানতে চাইলে তিনি বলেন, সরকার তো অর্ডার কইরাই খালাস। কোল্ড স্টোরেজ থেকে আলু কিনে বাজারে আসা পর্যন্ত ৩০ টাকার বেশি খরচ হয়। সে ক্ষেত্রে ৩০ টাকা কেজিতে আলু বিক্রি করলে লাভ তো দূরের কথা পুঁজিও থাকবে না।
কারওয়ান বাজার থেকে হাতিরপুল বাজারের দূরত্ব সর্বোচ্চ আধা কিলোমিটার। এ আধা কিলোমিটার দূরত্বে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রীর কেজিতে দামের হেরফের ১০-১২ টাকা। আলুর বাড়তি দামের ব্যপারে এ বাজারের এক আলু বিক্রেতা বলেন, তারা খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করেন। তাছাড়া আলুর কোয়ালিটি ভালো তাই দাম একটু বেশি।
বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২০/এ