1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • পোস্ট হয়েছে : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গা সীমান্তে ওমেদুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। রোববার (১৮ অক্টোবর) ভোরে জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের ধারে গরু আনতে গেলে বিএসএফ সদস্যদের গুলিতে তিনি নিহত হন। ওমেদুল ঠাকুরপুরের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার ভোরে ওমেদুলসহ ৪-৫ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী সীমান্তে গরু আনতে যায়। তারা সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি টহল দল তাদের ধাওয়া করে। এ সময় অন্য সহযোগীরা পালিয়ে আসলেও বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ওমেদুল ইসলাম। এরপর তার মরদেহ ৮৯ নম্বর পিলারের ভারতের অভ্যন্তরে ফেলে রাখে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জান জানান, নিহতের লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে।

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ