বিনোদন ডেস্ক : ময়মনসিংহ গীতিকার ‘কাজলরেখা’অংশটি নিয়ে গিয়াস উদ্দিন সেলিম তার গবেষণা চালিয়েছেন দীর্ঘ ১২ বছর ঈদে মুক্তি পেয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ছবি ‘কাজলরেখা’। প্রায় এক যুগ আগে তিনি সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। শেষমেষ দর্শকের কাছে পৌছে গেছে ছবিটি। দর্শকমহলে সাড়াও পড়েছে বেশ।
সেলিমের মতে, দর্শক উপভোগ করছেন সিনেমাটি। এটাই তার বড় প্রাপ্তি। তবে সিনেমা নিয়ে এরইমধ্যে এলো ব্যতিক্রমী এক সুখবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ মাস্টার্স এর কোর্স হিসাবে কাজলরেখা সিনেমাকে অন্তর্ভূক্ত করা হয়েছে।
এখন থেকে কোর্স হিসাবে পড়ানো হবে এই সিনেমা। মাস্টার্স কার্যক্রমের নতুন সিলেবাসের পাঠ্যসূচিদে সংযুক্ত করা হয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’। বিষয়টি নিয়ে সিনেমাটির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম কালের কন্ঠকে বলেন, ‘সিনেমাটির মুক্তির পর থেকেই ইতিহাস বিভাগ থেকে যোগাযোগ করেছে। তারা সবাই মিলে ছবিটি দেখেন গতকাল।
তারপরই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এরইমধ্যে সিলেবাসে যুক্ত হওয়ার নোটিশও দিয়েছে।’বিষয়টি নিয়ে দারুণ উচ্ছসিত এই নির্মাতা। বলেন, ‘আমি খুবই গর্বিত। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ একটি ঐহিত্যবাহী বিভাগ।
এই বিভাগে কাজলরেখা অন্তর্ভক্ত হওয়া মানে আমার জন্য গর্বের ও আনন্দের।’
জানা যায়, ময়মনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ অংশটি নিয়ে গিয়াস উদ্দিন সেলিম তার গবেষণা চালিয়েছেন দীর্ঘ ১২ বছর।
কাজলরেখা প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে। এতে গান রযেছে ২৪ টি।
বিজনেস আওয়ার/২৮ এপ্রিল/ রানা