ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নটিংহ্যামকে হারিয়ে আর্সেনালের ঘাড়ে নিশ্বাস ফেলছে সিটি

  • পোস্ট হয়েছে : ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • 103

স্পোর্টস ডেস্ক: আড়াই ঘণ্টা আগে টটেনহ্যামকে হারিয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ছিল আর্সেনাল। এরপর মিকেল আরতেতার দল চাচ্ছিল, নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যানচেস্টার সিটি পয়েন্ট হারাক। কিন্তু আর্সেনালের চাওয়া সত্যি হয়ে দেয়নি সিটি। রেলিগেশনের শঙ্কায় থাকা নটিংহ্যামকে ২-০ গোলে গোটা ৩ পয়েন্ট আদায় করে নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

নটিংহ্যামের ব্পিক্ষে জয়ে ৩৪ ম্যাচে সিটির পয়েন্ট দাঁড়িয়েছে ৭৯। তবে টেবিলে তাদের অবস্থান পরিবর্তন হয়নি, আছে দ্বিতীয়স্থানেই। আর এক ম্যাচ বেশি খেলে ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। ১ পয়েন্ট পেছনে থেকে আর্সেনালকে দারুণ অস্বস্তিতে ফেলেছে সিটি।

রোববার অ্যাওয়ে ম্যাচে সিটির হয়ে প্রথম গোল করেন জোস্কো গাভারদিওল। ম্যাচের ৩২ মিনিটে কেভিন ডি ব্রুইনার কর্নার কিক থেকে হেড দিয়ে গোল করেন তিনি। লিগ খেলায় গাভারদিওলের দ্বিতীয় গোল। ম্যাচ শেষে নিজের গোল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

সিটিকে দ্বিগুণ ব্যবধানে (২-০) এগিয়ে দেন আর্লির হালান্ড। ৭১ মিনিটে ডি ব্রুইনার কাছ থেকে বল নিয়ে দানবীয় শটে গোল করেন এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড। এতে চেলসির কোল পালমারকে পেছনে ফেলে চলতি মৌসুমের সর্বোচ্চ ২১ গোলের রেকর্ড করেন হালান্ড।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে হ্যাল্যান্ড বলেন, ‘আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল (শিরোপা জয় নিয়ে) চিন্তা না করা। বিশেষ করে এই মুহূর্তগুলোতে। কিন্তু আস্তে আন্তে আমাদের সেদিকে এগিয়ে যেতে হবে। সত্যিই যদি আপনি অতিরিক্ত চিন্তা করেন তাহলে আপনি সজ্ঞানে কাজ করতে পারবেন না। তাই এখন আরাম করুন, উপভোগ করুন, পরের ম্যাচে ফোকাস করুন।’

বিজনেস আওয়ার/২৯ এপ্রিল/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নটিংহ্যামকে হারিয়ে আর্সেনালের ঘাড়ে নিশ্বাস ফেলছে সিটি

পোস্ট হয়েছে : ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

স্পোর্টস ডেস্ক: আড়াই ঘণ্টা আগে টটেনহ্যামকে হারিয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ছিল আর্সেনাল। এরপর মিকেল আরতেতার দল চাচ্ছিল, নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যানচেস্টার সিটি পয়েন্ট হারাক। কিন্তু আর্সেনালের চাওয়া সত্যি হয়ে দেয়নি সিটি। রেলিগেশনের শঙ্কায় থাকা নটিংহ্যামকে ২-০ গোলে গোটা ৩ পয়েন্ট আদায় করে নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

নটিংহ্যামের ব্পিক্ষে জয়ে ৩৪ ম্যাচে সিটির পয়েন্ট দাঁড়িয়েছে ৭৯। তবে টেবিলে তাদের অবস্থান পরিবর্তন হয়নি, আছে দ্বিতীয়স্থানেই। আর এক ম্যাচ বেশি খেলে ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। ১ পয়েন্ট পেছনে থেকে আর্সেনালকে দারুণ অস্বস্তিতে ফেলেছে সিটি।

রোববার অ্যাওয়ে ম্যাচে সিটির হয়ে প্রথম গোল করেন জোস্কো গাভারদিওল। ম্যাচের ৩২ মিনিটে কেভিন ডি ব্রুইনার কর্নার কিক থেকে হেড দিয়ে গোল করেন তিনি। লিগ খেলায় গাভারদিওলের দ্বিতীয় গোল। ম্যাচ শেষে নিজের গোল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

সিটিকে দ্বিগুণ ব্যবধানে (২-০) এগিয়ে দেন আর্লির হালান্ড। ৭১ মিনিটে ডি ব্রুইনার কাছ থেকে বল নিয়ে দানবীয় শটে গোল করেন এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড। এতে চেলসির কোল পালমারকে পেছনে ফেলে চলতি মৌসুমের সর্বোচ্চ ২১ গোলের রেকর্ড করেন হালান্ড।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে হ্যাল্যান্ড বলেন, ‘আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল (শিরোপা জয় নিয়ে) চিন্তা না করা। বিশেষ করে এই মুহূর্তগুলোতে। কিন্তু আস্তে আন্তে আমাদের সেদিকে এগিয়ে যেতে হবে। সত্যিই যদি আপনি অতিরিক্ত চিন্তা করেন তাহলে আপনি সজ্ঞানে কাজ করতে পারবেন না। তাই এখন আরাম করুন, উপভোগ করুন, পরের ম্যাচে ফোকাস করুন।’

বিজনেস আওয়ার/২৯ এপ্রিল/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: