বিজনেস আওয়ার প্রতিবেদক : বৃহস্পতিবারের মতো রবিবারও (১৮ অক্টোবর) সামান্য উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কিছুটা বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫.৩৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭৭.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৫.০৯ পয়েন্ট এবং সিডিএসইসি ১.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬৭৫.৫৫ পয়েন্টে এং ৯৮৩.৭১ পয়েন্টে। তবে অপর সূচক শরিয়াহ সূচক ১.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১১১.২২ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৫৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১০৯ কোটি ২৩ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৪৮ কোটি ৭ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টির বা ৩১.৭৪ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৯৬টির বা ৫৫.০৫ শতাংশের এবং ৪৭টি বা ১৩.২০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৫.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৯২৮.৫৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫১টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর। আজ সিএসইতে ২৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২০/এস