ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খেলার অনুমতি পাননি তানজিদ তামিম-রিশাদ, শাইনপুকুরের আক্ষেপ-হতাশা

  • পোস্ট হয়েছে : ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • 99

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে থাকা জাতীয় দলের ৩ ক্রিকেটার আবাহনী লিমিটেডের হয়ে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে খেলার অনুমতি পেয়েছেন, তা সে খবর এখন পুরোনো হয়ে গেছে। জাগো নিউজের পাঠকরা গতকাল সোমবার রাতেই জেনে গেছেন সেই খবর। আবাহনীর জার্সিতে কোন ৩ জন খেলবেন,জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তা নিয়ে পূর্ব ধারণা দিয়ে রেখেছিলেন।

লিপু বলেছিলেন, আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের আবেদনের প্রেক্ষিতে বোর্ড নীতিগতভাবে আবাহনীতে ৩ জন আর মোহামেডানের পক্ষে মাহমুদউল্লাহ রিয়াদকে খেলার অনুমতি দিয়েছে। আবাহনীর ৩ ক্রিকেটার হিসেবে আমরা একজন করে ব্যাটার, পেসার ও স্পিনারকে খেলানোর সুপারিশ করবো।

সে আলোকেই আজ মঙ্গলবার বিকেএসপি ৪ নম্বর মাঠে শেখ জামালের বিপক্ষে আবাহনীর হয়ে খেলতে নেমেছেন বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুব, পেসার তানজিম সাকিব ও বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। আর শাইন পুকুরের বিপক্ষে বিকেএসপি ৩ নম্বর মাঠে মোহামেডানের হয়ে খেলছেন মাহমুদউল্লাহ।

এর কোনোটিই নতুন খবর নয়। সবগুলোই গতকালের। আজকের খবর হলো, আবাহনী আর মোহামেডানে জাতীয় দলের ১৫ জনের মধ্যে থাকা ক্রিকেটার খেলানোর অনুমতি পেলেও আরেক দল শাইনপুকুর অনুমতি পায়নি।

শাইনপুকুরের দুই ক্রিকেটার তানজিদ তামিম আর রিশাদ হোসেনও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৩ ম্যাচের জন্য ঘোষিত ১৫ জনের স্কোয়াডে আছেন। তাদেরকে আজকের ম্যাচে খেলানোর অনুমতি চেয়েছিল শাইনপুকুর। কিন্তু তারা অনুমতি পায়নি।

কেন শাইনপুকুর অনুমতি পেল না? আবাহনী ১০ জনের ৩ জন, মোহামেডান একজনের একজনকে খেলারর অনুমতি পেলেও শাইনপুকুর কি অন্তত একজনকে খেলানোর অনুমতি পেতে পারতো না? এই প্রশ্ন শুধু শাইনপুকুরে নয়। অনেক ক্রিকেটঅনুরাগীরও বটে।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ (বিসিবি) থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি কেউ। তবে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুসের কথায় মনে হয়েছে, আবাহনীর যেহেতু ১১ জন নিয়ে মাঠে নামাই ছিল কঠিন, তাই খানিকটা মানবিক কারণেই তাদের ৩ ক্রিকেটারকে খেলার অনুমতি দেওয়া হয়েছে।

যেহেতু আবাহনীর ৩ ক্রিকেটার অনুমতি পেয়েছেন, তাহলে মোহামেডানের একজনকে অনুমতি না দিলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? তাই মাহমুদউল্লাহকে খেলতে দেওয়া হয়েছে।

শাইনপুকুরের কোনো ক্রিকেটারকে খেলতে না দেওয়া নিয়ে বোর্ডের উচ্চ পর্যায়ের কেউ ব্যাখ্যা না দিলেও এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছে ক্লাবটি।

ক্লাবটির কোচ জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়ের খানিক আক্ষেপ করেই বলেন, ‘আবাহনী আর মোহামেডান বড় দল। তাই তারা অনুমতি পেয়েছে। আমরা দুর্ভাগা, তাই অনুমতি পাইনি।’

বিজনেস আওয়ার/৩০ এপ্রিল/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

খেলার অনুমতি পাননি তানজিদ তামিম-রিশাদ, শাইনপুকুরের আক্ষেপ-হতাশা

পোস্ট হয়েছে : ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে থাকা জাতীয় দলের ৩ ক্রিকেটার আবাহনী লিমিটেডের হয়ে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে খেলার অনুমতি পেয়েছেন, তা সে খবর এখন পুরোনো হয়ে গেছে। জাগো নিউজের পাঠকরা গতকাল সোমবার রাতেই জেনে গেছেন সেই খবর। আবাহনীর জার্সিতে কোন ৩ জন খেলবেন,জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তা নিয়ে পূর্ব ধারণা দিয়ে রেখেছিলেন।

লিপু বলেছিলেন, আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের আবেদনের প্রেক্ষিতে বোর্ড নীতিগতভাবে আবাহনীতে ৩ জন আর মোহামেডানের পক্ষে মাহমুদউল্লাহ রিয়াদকে খেলার অনুমতি দিয়েছে। আবাহনীর ৩ ক্রিকেটার হিসেবে আমরা একজন করে ব্যাটার, পেসার ও স্পিনারকে খেলানোর সুপারিশ করবো।

সে আলোকেই আজ মঙ্গলবার বিকেএসপি ৪ নম্বর মাঠে শেখ জামালের বিপক্ষে আবাহনীর হয়ে খেলতে নেমেছেন বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুব, পেসার তানজিম সাকিব ও বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। আর শাইন পুকুরের বিপক্ষে বিকেএসপি ৩ নম্বর মাঠে মোহামেডানের হয়ে খেলছেন মাহমুদউল্লাহ।

এর কোনোটিই নতুন খবর নয়। সবগুলোই গতকালের। আজকের খবর হলো, আবাহনী আর মোহামেডানে জাতীয় দলের ১৫ জনের মধ্যে থাকা ক্রিকেটার খেলানোর অনুমতি পেলেও আরেক দল শাইনপুকুর অনুমতি পায়নি।

শাইনপুকুরের দুই ক্রিকেটার তানজিদ তামিম আর রিশাদ হোসেনও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৩ ম্যাচের জন্য ঘোষিত ১৫ জনের স্কোয়াডে আছেন। তাদেরকে আজকের ম্যাচে খেলানোর অনুমতি চেয়েছিল শাইনপুকুর। কিন্তু তারা অনুমতি পায়নি।

কেন শাইনপুকুর অনুমতি পেল না? আবাহনী ১০ জনের ৩ জন, মোহামেডান একজনের একজনকে খেলারর অনুমতি পেলেও শাইনপুকুর কি অন্তত একজনকে খেলানোর অনুমতি পেতে পারতো না? এই প্রশ্ন শুধু শাইনপুকুরে নয়। অনেক ক্রিকেটঅনুরাগীরও বটে।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ (বিসিবি) থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি কেউ। তবে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুসের কথায় মনে হয়েছে, আবাহনীর যেহেতু ১১ জন নিয়ে মাঠে নামাই ছিল কঠিন, তাই খানিকটা মানবিক কারণেই তাদের ৩ ক্রিকেটারকে খেলার অনুমতি দেওয়া হয়েছে।

যেহেতু আবাহনীর ৩ ক্রিকেটার অনুমতি পেয়েছেন, তাহলে মোহামেডানের একজনকে অনুমতি না দিলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? তাই মাহমুদউল্লাহকে খেলতে দেওয়া হয়েছে।

শাইনপুকুরের কোনো ক্রিকেটারকে খেলতে না দেওয়া নিয়ে বোর্ডের উচ্চ পর্যায়ের কেউ ব্যাখ্যা না দিলেও এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছে ক্লাবটি।

ক্লাবটির কোচ জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়ের খানিক আক্ষেপ করেই বলেন, ‘আবাহনী আর মোহামেডান বড় দল। তাই তারা অনুমতি পেয়েছে। আমরা দুর্ভাগা, তাই অনুমতি পাইনি।’

বিজনেস আওয়ার/৩০ এপ্রিল/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: