বিজনেস আওয়ার প্রতিবেদক: স্পেনের ক্যানারি দ্বীপে নৌকা ডুবে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিম আফ্রিকার সেনেগাল থেকে আটলান্টিক পথে যাত্রা করে এল হিয়েরোর ক্যানারি দ্বীপের ৬০ মাইল দক্ষিণে এসে নৌকাটি ডুবে যায়। সোমবার (২৯ এপ্রিল) এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।
খবর পেয়েই স্পেনের সালভামেন্টো মারিটিমো রেসকিউ সার্ভিস তার টেনেরিফের বেস থেকে দ্রুত একটি নৌকা এবং হেলিকপ্টার পাঠায়। সোমবার ভোরে নৌকাটি থেকে ৯ জনকে উদ্ধার করা হয়।
সালভামেন্তো মারিটিমোর এক মুখপাত্র বলেছেন, ঘটনাস্থলে ‘হেলিকপ্টারটি পৌঁছে আধা নিমজ্জিত নৌকাটি থেকে ৯ জনকে উদ্ধার করেছে। তাদেরকে এল হিয়েরো বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে।’
মুখপাত্র বলেছেন, উদ্ধারকৃত ৯ জন সাব-সাহারান আফ্রিকার বাসিন্দা। স্পেনের গার্ডিয়া সিভিল পুলিশ ফোর্স জানিয়েছিল, ৯ দিন আগে সেনেগালের এমবোর শহর থেকে ৬০ জন যাত্রী নিয়ে যাত্রা করেছিল নৌকাটি।
২০২০ সালের অক্টোবরে সেনেগালের উপকূলে একটি নৌকা ডুবে ১৪০ জনের মৃত্যু।
বিজনেস আওয়ার/৩০ এপ্রিল/ এ আই