বিজনেস আওয়ার প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ টিম প্রায় ১৩ ঘণ্টা বিরতিহীন অভিযান চালিয়েছে ব্র্যাক ব্যাংকে। কিন্তু আদায় করতে পারেনি কর ফাঁকির ৫০ কোটি টাকা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত কর অঞ্চল-১৫ এর দুইজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে ১৪ সদস্যের টিম সরকারের পাওনা টাকা আদায়ে ব্র্যাক ব্যাংকের গুলশান-১ শাখায় অভিযান পরিচালনা করেন। কিন্তু আদালতে চলমান মামলার অজুহাত তুলে শেষ পর্যন্ত টাকা ছাড় করেনি ব্যাংকের গুলশান শাখা।
এনবিআরের চেয়ারম্যানের লিখিত অনুমোদনপত্র নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। কিন্তু নাছোড়বান্দা কর্মকর্তারা লিখিত ব্যাখ্যা নিয়েই গুলশান শাখা ত্যাগ করেন।
যদিও এনবিআর কর্তৃপক্ষ প্রথম থেকেই দাবি করেছে মামলার বিষয় ও এনবিআরের পাওনা কর সম্পূর্ণ ভিন্ন বিষয়।
বিজনেস আওয়ার/০১ মে/ রহমান
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: