স্পোর্টস ডেস্ক: লখনৌ সুপার জায়ান্টের কাছে ৪ উইকেটে হারের পর প্লে-অফে খেলার স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের। হতাশাজনক হারের পর এবার বড় অংকের জরিমানা গুনতে হচ্ছে হার্দিক পান্ডিয়ার দলকে।
ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে স্লো-ওভার রেটের কারণে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিককে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এছাড়া ইমপ্যাক্ট ক্রিকেটারসহ বাকি ১১ ক্রিকেটারকে ম্যাচি ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অর্থাৎ বাকিদের ৬ লাখ রুপি করে জরিমানা গুনতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারায় চলতি আইপিএলে দ্বিতীয়বারের মতো শাস্তি পেল মুম্বাই। ফলে তাদের শাস্তি পেতে হয়েছে দ্বিগুণ।
জরিমানা সংশ্লিষ্ট বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ বলছে, ‘৩০ এপ্রিল, ২০২৪-এ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে টাটা ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর ৪৮তম ম্যাচে স্লো ওভার-রেটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জরিমানা করা হয়েছে। যেহেতু এটি আইপিএলের ন্যূনতম ওভার-রেটের অপরাধ সম্পর্কিত আচরণবিধির অধীনে তার দলের দ্বিতীয় অপরাধ, তাই পান্ডিয়াকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছিল।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইমপ্যাক্ট প্লেয়ারসহ একাদশের বাকি সদস্যদের প্রত্যেককে পৃথকভাবে ৬ লাখ রুপি বা তাদের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। হিসেব অনুযায়ী, যেখানে জরিমানা কম আসবে সেটিই কার্যকর করা হবে।’
গতকাল মুম্বাইকে হারিয়ে টেবিলের শীর্ষ তিনে উঠে গেছে লখনৌ। অপরদিকে ১০ ম্যাচে ৭ হারে টেবিলের নিচের দিক থেকে নবমস্থানে আছে মুম্বাই।
বিজনেস আওয়ার/০১ মে/ রানা