ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মোহামেডানের সামনে রানার্সআপ হওয়ার হাতছানি

  • পোস্ট হয়েছে : ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
  • 83

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে ২ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে গেছে আবাহনী লিমিটেড। অপরদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে অনেকদিন পর এসেছে রানার্সআপ হওয়ার হাতছানি।

প্রথম লিগ ও সুপার লিগ মিলিয়ে ১৪ ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট এখন ২৮। আর মোহামেডানের পয়েন্ট ২২। আবাহনী পরের ২ ম্যাচে হারলেও তাদের শীর্ষস্থান হারানোর কোনো সম্ভাবনা নেই। আর মোহামেডান তাদের বাকি ২ ম্যাচ জিতলে পয়েন্ট হবে ২৬। মানে হলো, আবাহনী ২৮ পয়েন্টকে ছোঁয়া তাদের পক্ষে অসম্ভব। যে কারণে আবাহনীর শিরোপা নিশ্চিত।

এখন দেখার বিষয় হলো- রানার্সআপ কারা হয়। এই হিসেবে মোহামেডানের পাল্লাই ভারী। তারা আর এক ম্যাচ জিতলেই রানার্সআপ হবে। কারণ, শাইনপুকুর স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব এরইমধ্যে মোহামেডানের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে গেছে। তাদের পক্ষে মোহামেডানকে ছোঁয়া খুব কঠিন। তাই মোহামেডানের রানার্সআপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

গতকাল মঙ্গলবার বিকেএসপিতে শাইনপুকুরকে ৮ রানে হারিয়ে আপাতত ২২ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে মোহামেডান। সমান ম্যাচে শাইনপুকুর আর শেখ জামালের পয়েন্ট ১৮ করে। শাইনপুকুর ও শেখ জামাল যদি বাকি দুই ম্যাচের দুটিতেই জিতে, তাহলে তাদের পয়েন্ট হবে ২২; মানে মোহামেডানের সমান। সেক্ষেত্রে শেষ ২ ম্যাচে হারলেই কেবল মোহামেডান তাদের দ্বিতীয়স্থান হারাবে। আর যেকোনো একটি ম্যাচ জিতলেই রানার্সআপ নিশ্চিত হয়ে যাবে সাদা-কালোদের।

বিজনেস আওয়ার/০১ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মোহামেডানের সামনে রানার্সআপ হওয়ার হাতছানি

পোস্ট হয়েছে : ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে ২ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে গেছে আবাহনী লিমিটেড। অপরদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে অনেকদিন পর এসেছে রানার্সআপ হওয়ার হাতছানি।

প্রথম লিগ ও সুপার লিগ মিলিয়ে ১৪ ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট এখন ২৮। আর মোহামেডানের পয়েন্ট ২২। আবাহনী পরের ২ ম্যাচে হারলেও তাদের শীর্ষস্থান হারানোর কোনো সম্ভাবনা নেই। আর মোহামেডান তাদের বাকি ২ ম্যাচ জিতলে পয়েন্ট হবে ২৬। মানে হলো, আবাহনী ২৮ পয়েন্টকে ছোঁয়া তাদের পক্ষে অসম্ভব। যে কারণে আবাহনীর শিরোপা নিশ্চিত।

এখন দেখার বিষয় হলো- রানার্সআপ কারা হয়। এই হিসেবে মোহামেডানের পাল্লাই ভারী। তারা আর এক ম্যাচ জিতলেই রানার্সআপ হবে। কারণ, শাইনপুকুর স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব এরইমধ্যে মোহামেডানের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে গেছে। তাদের পক্ষে মোহামেডানকে ছোঁয়া খুব কঠিন। তাই মোহামেডানের রানার্সআপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

গতকাল মঙ্গলবার বিকেএসপিতে শাইনপুকুরকে ৮ রানে হারিয়ে আপাতত ২২ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে মোহামেডান। সমান ম্যাচে শাইনপুকুর আর শেখ জামালের পয়েন্ট ১৮ করে। শাইনপুকুর ও শেখ জামাল যদি বাকি দুই ম্যাচের দুটিতেই জিতে, তাহলে তাদের পয়েন্ট হবে ২২; মানে মোহামেডানের সমান। সেক্ষেত্রে শেষ ২ ম্যাচে হারলেই কেবল মোহামেডান তাদের দ্বিতীয়স্থান হারাবে। আর যেকোনো একটি ম্যাচ জিতলেই রানার্সআপ নিশ্চিত হয়ে যাবে সাদা-কালোদের।

বিজনেস আওয়ার/০১ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: