ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলকে বিশ্বকাপের সঙ্গে তুলনা অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারের

  • পোস্ট হয়েছে : ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
  • 99

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে বিশ্বকাপের সঙ্গে তুলনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বর্তমানে আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টসের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।

গতকাল মুম্বাইয় ইন্ডিয়ান্সের বিপক্ষে লখনউয়ের ৪ উইকেটের জয়ের পর ল্যাঙ্গার বলেন, ‘আইপিএল নিয়ে আমি মুগ্ধ। এটা দুর্দান্ত টুর্নামেন্ট। অনেকটা বিশ্বকাপের মতো।

এর কারণ ব্যাখ্যা দেন তিনি, ‘এখানে কোন সহজ ম্যাচ নেই। প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি পয়েন্ট তালিকায় দলগুলো কত কাছাকাছি। আমাদের মুম্বাইয়ের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ ছিল।

গত ম্যাচে হারের পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, এটা ভালো দলের নমুনা।’
ঘরের মাঠে আগে ব্যাট করা মুম্বাইকে ১৪৪ রানে গুটিয়ে দেয় লখনউ। রান তাড়ায় মার্কাস স্টয়নিসের ৪৫ বলে ৭টি চার ও ২টি ছক্কায় সাজানো ৬২ রানের ইনিংসে ভর করে নিজেদের ষষ্ঠ জয়ের দেখা পায় লোকেশ রাহুলের দল।

স্টয়নিস এবারের টুর্নামেন্টে দারুণ ছন্দে আছেন।

এর আগে তিনে নেমে সেঞ্চুরি করে একাই দলকে জেতান চেন্নাইয়ের বিপক্ষে। অজি তারকা প্রশংসায় ল্যাঙ্গার বলেন, ‘সে একজন সত্যিকারের ম্যাচ উইনার। শুরুর দিকে একটা ভালো ক্যাচ ধরেছে। সে আমাদের টপ অর্ডারের গুরুত্ব দেখিয়ে দিচ্ছে যা আমরা সম্ভবত প্রথম চার-পাঁচ ম্যাচের পর খুঁজেছি। সে ভালো করছে।

বড় ম্যাচে, বড় টুর্নামেন্টে ভালো করতে ম্যাচ উইনাররা গুরুত্বপূর্ণ। এটা সত্যিই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট।’

বিজনেস আওয়ার/০১ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আইপিএলকে বিশ্বকাপের সঙ্গে তুলনা অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারের

পোস্ট হয়েছে : ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে বিশ্বকাপের সঙ্গে তুলনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বর্তমানে আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টসের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।

গতকাল মুম্বাইয় ইন্ডিয়ান্সের বিপক্ষে লখনউয়ের ৪ উইকেটের জয়ের পর ল্যাঙ্গার বলেন, ‘আইপিএল নিয়ে আমি মুগ্ধ। এটা দুর্দান্ত টুর্নামেন্ট। অনেকটা বিশ্বকাপের মতো।

এর কারণ ব্যাখ্যা দেন তিনি, ‘এখানে কোন সহজ ম্যাচ নেই। প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি পয়েন্ট তালিকায় দলগুলো কত কাছাকাছি। আমাদের মুম্বাইয়ের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ ছিল।

গত ম্যাচে হারের পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, এটা ভালো দলের নমুনা।’
ঘরের মাঠে আগে ব্যাট করা মুম্বাইকে ১৪৪ রানে গুটিয়ে দেয় লখনউ। রান তাড়ায় মার্কাস স্টয়নিসের ৪৫ বলে ৭টি চার ও ২টি ছক্কায় সাজানো ৬২ রানের ইনিংসে ভর করে নিজেদের ষষ্ঠ জয়ের দেখা পায় লোকেশ রাহুলের দল।

স্টয়নিস এবারের টুর্নামেন্টে দারুণ ছন্দে আছেন।

এর আগে তিনে নেমে সেঞ্চুরি করে একাই দলকে জেতান চেন্নাইয়ের বিপক্ষে। অজি তারকা প্রশংসায় ল্যাঙ্গার বলেন, ‘সে একজন সত্যিকারের ম্যাচ উইনার। শুরুর দিকে একটা ভালো ক্যাচ ধরেছে। সে আমাদের টপ অর্ডারের গুরুত্ব দেখিয়ে দিচ্ছে যা আমরা সম্ভবত প্রথম চার-পাঁচ ম্যাচের পর খুঁজেছি। সে ভালো করছে।

বড় ম্যাচে, বড় টুর্নামেন্টে ভালো করতে ম্যাচ উইনাররা গুরুত্বপূর্ণ। এটা সত্যিই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট।’

বিজনেস আওয়ার/০১ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: