ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমিকদের ন্যায্য পাওনা বঞ্চিত করলে ছাড় নয়: প্রধানমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
  • 121

বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে সে যেই হোক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও তাকে ছাড় দেওয়া হবে না। বুধবার (০১ মে) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সার্বিক কল্যাণ দেখাকে আওয়ামী লীগ দায়িত্ব হিসেবে দেখে। এ কারণে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে সে যেই হোক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও তাকে ছাড় দেওয়া হবে না।

শেখ হাসিনা বলেন, করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ সার্বিক কারণে যে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে তা মোকাবিলায় শ্রমিকদের মজুরি এরইমধ্যে পুনর্গঠন করে দেওয়া হয়েছে। পরে মালিকদের বিলাসী জীবন কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলায় গুরুত্ব দিয়েছে সরকার। এ জন্য শ্রমিকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শ্রম অধিদপ্তরের সব কাজ এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে। শ্রমিকদের সুরক্ষায় নিয়মিত কলকারখানা পরিদর্শন, নোটিশ প্রদান, শ্রম আদালতে মামলা পরিচালনাসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমেরিকায় শ্রমিক আন্দোলন করলে চাকরি চলে যায়। কিন্তু এখানে আন্দোলন করলে আলোচনা করে সমাধান করা হয়।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি শিল্প কারখানার আধুনিকায়নে জোর দেওয়া হয়েছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নসহ গ্রিন ইন্ড্রাস্ট্রি গড়ে তোলার জন্য কর ছাড়ের সুবিধা রাখা হয়েছে।

পরে শ্রমিকদের কারখানায় বিক্ষোভ-ভাঙচুর করে নিজেদের ক্ষতি না করারও পরামর্শ দেন তিনি।

বিজনেস আওয়ার/০১ মে/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শ্রমিকদের ন্যায্য পাওনা বঞ্চিত করলে ছাড় নয়: প্রধানমন্ত্রী

পোস্ট হয়েছে : ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে সে যেই হোক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও তাকে ছাড় দেওয়া হবে না। বুধবার (০১ মে) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সার্বিক কল্যাণ দেখাকে আওয়ামী লীগ দায়িত্ব হিসেবে দেখে। এ কারণে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে সে যেই হোক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও তাকে ছাড় দেওয়া হবে না।

শেখ হাসিনা বলেন, করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ সার্বিক কারণে যে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে তা মোকাবিলায় শ্রমিকদের মজুরি এরইমধ্যে পুনর্গঠন করে দেওয়া হয়েছে। পরে মালিকদের বিলাসী জীবন কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলায় গুরুত্ব দিয়েছে সরকার। এ জন্য শ্রমিকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শ্রম অধিদপ্তরের সব কাজ এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে। শ্রমিকদের সুরক্ষায় নিয়মিত কলকারখানা পরিদর্শন, নোটিশ প্রদান, শ্রম আদালতে মামলা পরিচালনাসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমেরিকায় শ্রমিক আন্দোলন করলে চাকরি চলে যায়। কিন্তু এখানে আন্দোলন করলে আলোচনা করে সমাধান করা হয়।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি শিল্প কারখানার আধুনিকায়নে জোর দেওয়া হয়েছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নসহ গ্রিন ইন্ড্রাস্ট্রি গড়ে তোলার জন্য কর ছাড়ের সুবিধা রাখা হয়েছে।

পরে শ্রমিকদের কারখানায় বিক্ষোভ-ভাঙচুর করে নিজেদের ক্ষতি না করারও পরামর্শ দেন তিনি।

বিজনেস আওয়ার/০১ মে/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: