স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের অধিনায়ক বাবর আজম সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব ফিরে পাওয়ার পর টি-টোয়েন্টি র্যাংকিংয়েও সুখবর পেলেন। ব্যাটারদের র্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে তার।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের (একটি ম্যাচ পরিত্যক্ত) টি-টোয়েন্টি সিরিজে ১৩৮ স্ট্রাইকরেটে এবং ৩১ গড়ে মোট ১২৫ রান করেছেন বাবর। তাতেই তিনি এক ধাপ ওপরে উঠে ব্যাটারদের মধ্যে চার নম্বরে জায়গা করে নিয়েছেন।
বাবর আজমের থেকেই গত বছর সূর্যকুমার যাদব ব্যাটিং র্যাংকিংয়ের এক নম্বর জায়গাটি ছিনিয়ে নেন। তার পরে পতনই হচ্ছিল বাবরের। অবশেষে ফের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ওপরের দিকে উঠলেন তিনি।
সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে ৭৬৩ রেটিং পয়েন্ট বাবরের। একে থাকা সূর্যের রেটিং পয়েন্ট অবশ্য অনেকটাই বেশি। ৮৬১ রেটিং পয়েন্ট ভারতীয় তারকার।
৮০২ রেটিং নিয়ে ইংল্যান্ডের ফিল সল্ট আছেন দুই নম্বরে। তৃতীয় স্থানে বাবরের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। তার রেটিং পয়েন্ট ৭৮৪। অর্থাৎ রিজওয়ানের ঘাড়েই কার্যত নিশ্বাস ফেলছেন বাবর আজম।
এদিকে বাবর চারে ওঠায় দক্ষিণ আফ্রিকার তারকা এইডেন মার্করাম এক ধাপ নেমে গিয়েছেন। তিনি ৭৫৫ রেটিং পয়েন্ট নিয়ে এখন পাঁচ নম্বরে।
বাবরের আরেক সতীর্থ ফখর জামান সর্বশেষ র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন। কিউইদের বিপক্ষে সিরিজে ১০৪ রান করে ১০ ধাপ উপরে উঠে ৬২ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।
সিরিজে ১৪৪-এর ওপর স্ট্রাইকরেটে ৮৫ রান করে নিউজিল্যান্ডের টিম শেইফার্ট সাত ধাপ লাফিয়ে যৌথভাবে ১৭ নম্বরে উঠে এসেছেন।
টি-টোয়েন্টি বোলারদের তালিকায় পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে তিন ধাপ লাফিয়ে যৌথভাবে ১৪তম স্থানে উঠে এসেছেন। এক নম্বর জায়গা ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রশিদ।
অলরাউন্ডারদের তালিকায় যথারীতি এক নম্বরে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। পাকিস্তানের ইমাদ ওয়াসিম ১০ ধাপ এগিয়ে অলরাউন্ডার র্যাংকিংয়ে ২২ নম্বরে উঠে এসেছেন।
বিজনেস আওয়ার/০১ মে/ রানা