স্পোর্টস ডেস্ক: আইপিএল চলাকালে এতদিন বিদেশি ক্রিকেটারদেরকেই হারাতো ফ্রাঞ্চাইজিগুলো। দেশের হয়ে খেলার জন্য মাঝপথেই আইপিএল ছাড়তে বাধ্য হতেন বিদেশি ক্রিকেটাররা। এবার খোদ ভারতীয় ক্রিকেটারদের অনেককেই শেষ দিকে পাবে না আইপিএল ফ্রাঞ্চাইজিগুলো।
মূলত ১ জুন থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে অংশ নেয়ার জন্য ২১ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানে উঠবে ভারতীয় ক্রিকেটাররা। তবে এ ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই দুই ভাগে তাদের ক্রিকেটারদের যুক্তরাষ্ট্র পাঠানার প্রস্তুতি নিচ্ছে।
আইপিএল শেষ হবে ২৬ মে। তার আগে লিগ পর্ব শেষ হবে ২০ মে। অর্থাৎ, লিগ পর্ব শেষ হওয়ার একদিন পরই যুক্তরাষ্ট্রের পথে রওয়ানা হয়ে যাবেন ভারতের ক্রিকেটাররা।
পরিকল্পনা অনুযায়ী দুই ভাগের প্রথম ভাগই ২১ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হবে। যাতে থাকবেন কোচ রাহুল দ্রাবিড়সহ পুরো কোচিং প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট। খেলোয়াড়দের মধ্যে থাকবেন, আইপিএলের প্লে-অফে উঠতে পারেনি এমন ফ্রাঞ্চাইজির ক্রিকেটাররা। দ্বিতীয়ভাগে যুক্তরাষ্ট্র যাবেন প্লে-অফ এবং ফাইনাল খেলা ক্রিকেটাররা।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ রিপোর্ট করেছে, যে সব ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি আইপিএলের প্লে অফে কোয়ালিফাই করবে না, তারা প্রথম পর্যায়ে ২১ মে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে। এরপর আইপিএলের ফাইনাল খেলা হবে ২৬ মে। এই ফাইনাল হয়ে যাওয়ার পর বাকি ভারতীয় ক্রিকেটাররা উড়ে যাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। বিশ্বকাপ শুরু হবে ১ জুন থেকে। ২৯ জুন পর্যন্ত চলবে এই বিশ্বকাপ।
অর্থাৎ, শেষ পর্যন্ত আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোকে ভারতীয় ক্রিকেটারদের পাওয়া নিয়ে খুব বেশি চিন্তা করতে হচ্ছে না। যেহেতু দুইভাগে ক্রিকেটাররা যুক্তরাষ্ট্র যাবেন, সে কারণে সংশ্লিষ্ট ক্রিকেটারকে তারা পাচ্ছেনই।
এখন পয়েন্ট তালিকায় যা পরিস্থিতি, তাতে বিশ্বকাপে সুযোগ পাওয়া অধিকাংশ ভারতীয় ক্রিকেটারই আগেভাগে রওনা হতে পারেন যুক্তরাষ্ট্রে। বেঙ্গালুরু এবং মুম্বাই পয়েন্ট তালিকায় নবম এবং দশম স্থানে রয়েছে। প্লে-অফে ওঠার সম্ভাবনা তাদের কম। ফলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ২১ মে রওনা হতে পারেন।
ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৫ জুন। প্রথম ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এরপর রয়েছে হাইভোল্টেজ ম্যাচ। ৯ জুন ওই ম্যাচে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। ১২ জুন ভারত খেলবে আয়োজক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।
বিজনেস আওয়ার/০১ মে/ রানা