ঢাকা , বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪ কোটি

  • পোস্ট হয়েছে : ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • 9

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব জুড়ে এখনো তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। প্রতিনিয়ত অজানা এই ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলছে। সংক্রমণের সারিও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। তবে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে। বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ কোটি ২ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল নাগাদ করোনায় সংক্রমিত শনাক্ত রোগী ৪ কোটি ২ লাখ ৬৪ হাজার ২১৯ জন। বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১১ লাখ ১৮ হাজার ১৬৭ জন। বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লাখ ৮ হাজার ৩৪ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। এরপর থেকে গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে মহামারি এ ভাইরাস। এখন পর্যন্ত বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৩ লাখ ৮৭ হাজার ৭৯৯ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৫ লাখ ৩৮ হাজার ২৩৮ জন। ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫২ লাখ ৩৫ হাজার ৩৪৪ জন। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ লাখ ৯৯ হাজার ৩৩৪ জন।

পঞ্চম স্থানে উঠে আসা আর্জেন্টিায় করোনায় সংক্রমণের সংখ্যা ৯ লাখ ৮৯ হাজার ৬৮০ জন। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৭তম। দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন।

বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪ কোটি

পোস্ট হয়েছে : ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব জুড়ে এখনো তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। প্রতিনিয়ত অজানা এই ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলছে। সংক্রমণের সারিও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। তবে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে। বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ কোটি ২ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল নাগাদ করোনায় সংক্রমিত শনাক্ত রোগী ৪ কোটি ২ লাখ ৬৪ হাজার ২১৯ জন। বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১১ লাখ ১৮ হাজার ১৬৭ জন। বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লাখ ৮ হাজার ৩৪ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। এরপর থেকে গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে মহামারি এ ভাইরাস। এখন পর্যন্ত বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৩ লাখ ৮৭ হাজার ৭৯৯ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৫ লাখ ৩৮ হাজার ২৩৮ জন। ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫২ লাখ ৩৫ হাজার ৩৪৪ জন। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ লাখ ৯৯ হাজার ৩৩৪ জন।

পঞ্চম স্থানে উঠে আসা আর্জেন্টিায় করোনায় সংক্রমণের সংখ্যা ৯ লাখ ৮৯ হাজার ৬৮০ জন। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৭তম। দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন।

বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: