বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান উন্মুক্ত করা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩১ মে) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফলাফল ঘোষণা শেষে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে আমরা ধাপে ধাপে এগোতে চাচ্ছি। শিক্ষাপ্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করব না। আমরা ধাপে ধাপে এগোতে চাচ্ছি। শিক্ষাপ্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করব না। এই অবস্থার উন্নতি হলে পর্যায়ক্রমে উন্মুক্ত করব।
ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, সবাই মনযোগ দিয়ে লেখাপড়া করবে। যে কোনো সংকটে আত্মবিশ্বাস রাখতে হবে। মনে রাখতে হবে আমরা বিজয়ের জাতি। যে কোনো ঝড়ঝাপটা আসুক আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করব। আমার বিশ্বাস এই করোনাভাইরাসের আঘাত থেকে বাংলাদেশ মুক্তি পাবে।
শেখ হাসিনা বলেন, আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করবো তারা লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে। শিক্ষকদের বলবো তাদের সেই শিক্ষাই দেবেন এই শিক্ষাটা হচ্ছে শুধু নিজে ভালো থাকা না, দেশের কল্যাণে কাজ করা, মানুষের কল্যাণে কাজ করা। যেটা জাতির পিতা আমাদের বার বার শিখিয়েছেন।
শিক্ষার্থীদের সময় নষ্ট না করে ঘরে বসে পড়াশোনা করার অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, সবাইকে অনুরোধ করবো সবাই যেন ঘরে বসে পড়াশোনা করে। এটা একটা পড়াশোনার ভালো সুযোগও। আমরা নিজেরাও, এখন বেশি কাজ নেই- অনেক কিছু জানার, পড়ার সুযোগ পাচ্ছি। সেটাও কম কথা না। এখানে আমি বলবো সবাই মনযোগ দিয়ে পড়াশোনা করবে।
দেশে উদ্বুদ্ধ হয়ে লেখাপড়া করে নিজেদের তৈরি করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের শিক্ষার্থীরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারের মর্যাীদার আসনে অধিষ্ঠিত করবে। সেটাই আমি চাই। মানুষের কল্যাণ্যেই যেন তারা নিবেদিত প্রাণ হয় সেই শিক্ষাই তারা যেন গ্রহণ করে। যে দেশকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি কর্তব্যপালন করা।
বিজনেস আওয়ার/৩১ মে, ২০২০/এ