ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানে বন্যায় নিহত বেড়ে ২ শতাধিক

  • পোস্ট হয়েছে : ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • 133

বিজনেস আওয়ার ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ২০০’র বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বরাত দিয়ে ফ্রান্স-২৪ চ্যানেল এ খবর দিয়েছে।

তালেবান সরকারের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি বাগলান প্রদেশে বন্যায় একদিনে ৬০ জনের মৃত্যুর খবর দিয়েছে। আফগানিস্তানের ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় নিখোঁজ রয়েছে বেশ কিছু মানুষ। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এরইমধ্যে আরো দুটি ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

সামজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যায়, মুষলধারে বৃষ্টির কারণে বেশ কিছু গ্রামের ঘরবাড়ি ডুবে গেছে। চারদিকে ভয়াবহ ধ্বংসলীলার চিহ্ন রয়েছে। আফগানিস্তানে গত কয়েক সপ্তাহ ধরে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের কারণেই এই বন্যার সৃষ্টি হয়েছে এবং মধ্য এপ্রিল থেকে এ পর্যন্ত দুই শতাধিক লোকের প্রাণহানি হয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুল মতিন কানি জানান, বাগলান প্রদেশের বোরকা জেলায় বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া, দুই শতাধিক মানুষ তাদের ঘরে আটকা পড়েছেন।

স্থানীয় কর্মকর্তা হেদায়েতুল্লাহ হামদার্দ জানান, সেনাবাহিনীর সদস্যসহ জরুরি বিভাগের লোকজন ধ্বংস্তূপ ও কাদার নিচে পড়ে থাকা মরদেহ বের করে আনতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। এছাড়া উপদ্রুত এলাকার লোকজনের মধ্যে তাঁবু, কম্বল ও খাবার বিতরণ করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

বন্যায় রাজধানী কাবুলের সঙ্গে দেশটির উত্তরাঞ্চলের সংযোগ রক্ষাকারী প্রধান সড়কটি বন্ধ রয়েছে। পার্সটুডে

বিজনেস আওয়ার/১১ মে/ হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আফগানিস্তানে বন্যায় নিহত বেড়ে ২ শতাধিক

পোস্ট হয়েছে : ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

বিজনেস আওয়ার ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ২০০’র বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বরাত দিয়ে ফ্রান্স-২৪ চ্যানেল এ খবর দিয়েছে।

তালেবান সরকারের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি বাগলান প্রদেশে বন্যায় একদিনে ৬০ জনের মৃত্যুর খবর দিয়েছে। আফগানিস্তানের ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় নিখোঁজ রয়েছে বেশ কিছু মানুষ। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এরইমধ্যে আরো দুটি ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

সামজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যায়, মুষলধারে বৃষ্টির কারণে বেশ কিছু গ্রামের ঘরবাড়ি ডুবে গেছে। চারদিকে ভয়াবহ ধ্বংসলীলার চিহ্ন রয়েছে। আফগানিস্তানে গত কয়েক সপ্তাহ ধরে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের কারণেই এই বন্যার সৃষ্টি হয়েছে এবং মধ্য এপ্রিল থেকে এ পর্যন্ত দুই শতাধিক লোকের প্রাণহানি হয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুল মতিন কানি জানান, বাগলান প্রদেশের বোরকা জেলায় বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া, দুই শতাধিক মানুষ তাদের ঘরে আটকা পড়েছেন।

স্থানীয় কর্মকর্তা হেদায়েতুল্লাহ হামদার্দ জানান, সেনাবাহিনীর সদস্যসহ জরুরি বিভাগের লোকজন ধ্বংস্তূপ ও কাদার নিচে পড়ে থাকা মরদেহ বের করে আনতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। এছাড়া উপদ্রুত এলাকার লোকজনের মধ্যে তাঁবু, কম্বল ও খাবার বিতরণ করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

বন্যায় রাজধানী কাবুলের সঙ্গে দেশটির উত্তরাঞ্চলের সংযোগ রক্ষাকারী প্রধান সড়কটি বন্ধ রয়েছে। পার্সটুডে

বিজনেস আওয়ার/১১ মে/ হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: