ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

লেভারকুসেন অপরাজিত ৫০

  • পোস্ট হয়েছে : ১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • 119

স্পোর্টস ডেস্কঃ অবিশ্বাস্য পথচলার যাত্রা থামছেই না বেয়ার লেভারকুসেনের। চলতি মৌসুমের না হারের রেকর্ড এখনো পর্যন্ত অক্ষুণ্ণ রেখেছে জাবি আলনসোর দল। গতরাতে বোচুমকে ৫-০ গোলে উড়িয়ে অপরাজিত্ত থাকার হাফ সেঞ্চুরি পূরণ করেছে জার্মান ক্লাবটি। আর একটি ম্যাচ অপরাজিত থাকলে বুন্দেসলিগায় প্রথম দল হিসেবে পুরো মৌসুম অপরাজিত থাকার অনন্য কীর্তি গড়বে আগেই লিগ শিরোপা নিশ্চিত করা লেভারকুসেন।

আগামী শনিবার ঘরের মাঠে অকসবুর্গের কাছে হার এড়ালেই অবিশ্বসস্য রেকর্ড নিজেদের করে নিবে লেভারকুসেন। এর আগে বায়ার্ন মিউনিখ শিরোপা জেতার পথে ১৯৮৬-৮৭ এবং ২০১২-১৩ মৌসুমে মাত্র একটি ম্যাচ হেরেছিল। গত বৃহস্পতিবার ইউরোপা লিগে রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করে ইউরোপিয়ান ফুটবলে বেনফিকার অপরাজিত থাকার রেকর্ড ছাড়িয়ে যায় লেভারকুসেন।

বুন্দেসলিগায় একটি ম্যাচ ছাড়াও আগামী সপ্তাহে ইউরোপা লিগের ফাইনাল খেলবে লেভারকুসেন।

২২ মে ডাবলিনে শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ আতালান্তা। এ মাসের শেষে জার্মান কাপের ফাইনালেও খেলবে লেভারকুসেন। যেখানে তাদের প্রতিপক্ষ কায়সার্সলাউটার্ন।
বোচুমকে হারানোর পর দলটির কোচ জাবি আলনসো বলেছেন,’ম্যাচের ফলে আমি সন্তুষ্ট।

এখন আমাদের একটা অসাধারণ লক্ষ্য আছে, শনিবারে না হেরেই আমরা ট্রফি জিততে চাই। যেটা এর আগে কখনোই হয়নি।’ শনিবারই নিজেদের মাঠে ট্রফি নিয়ে উদযাপন করবে দলটি। ক্লাব ইতিহাসের প্রথম লিগ শিরোপা বলেই আয়োজন থাকছে বেশ।

বিজনেস আওয়ার/১৩ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

লেভারকুসেন অপরাজিত ৫০

পোস্ট হয়েছে : ১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

স্পোর্টস ডেস্কঃ অবিশ্বাস্য পথচলার যাত্রা থামছেই না বেয়ার লেভারকুসেনের। চলতি মৌসুমের না হারের রেকর্ড এখনো পর্যন্ত অক্ষুণ্ণ রেখেছে জাবি আলনসোর দল। গতরাতে বোচুমকে ৫-০ গোলে উড়িয়ে অপরাজিত্ত থাকার হাফ সেঞ্চুরি পূরণ করেছে জার্মান ক্লাবটি। আর একটি ম্যাচ অপরাজিত থাকলে বুন্দেসলিগায় প্রথম দল হিসেবে পুরো মৌসুম অপরাজিত থাকার অনন্য কীর্তি গড়বে আগেই লিগ শিরোপা নিশ্চিত করা লেভারকুসেন।

আগামী শনিবার ঘরের মাঠে অকসবুর্গের কাছে হার এড়ালেই অবিশ্বসস্য রেকর্ড নিজেদের করে নিবে লেভারকুসেন। এর আগে বায়ার্ন মিউনিখ শিরোপা জেতার পথে ১৯৮৬-৮৭ এবং ২০১২-১৩ মৌসুমে মাত্র একটি ম্যাচ হেরেছিল। গত বৃহস্পতিবার ইউরোপা লিগে রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করে ইউরোপিয়ান ফুটবলে বেনফিকার অপরাজিত থাকার রেকর্ড ছাড়িয়ে যায় লেভারকুসেন।

বুন্দেসলিগায় একটি ম্যাচ ছাড়াও আগামী সপ্তাহে ইউরোপা লিগের ফাইনাল খেলবে লেভারকুসেন।

২২ মে ডাবলিনে শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ আতালান্তা। এ মাসের শেষে জার্মান কাপের ফাইনালেও খেলবে লেভারকুসেন। যেখানে তাদের প্রতিপক্ষ কায়সার্সলাউটার্ন।
বোচুমকে হারানোর পর দলটির কোচ জাবি আলনসো বলেছেন,’ম্যাচের ফলে আমি সন্তুষ্ট।

এখন আমাদের একটা অসাধারণ লক্ষ্য আছে, শনিবারে না হেরেই আমরা ট্রফি জিততে চাই। যেটা এর আগে কখনোই হয়নি।’ শনিবারই নিজেদের মাঠে ট্রফি নিয়ে উদযাপন করবে দলটি। ক্লাব ইতিহাসের প্রথম লিগ শিরোপা বলেই আয়োজন থাকছে বেশ।

বিজনেস আওয়ার/১৩ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: