বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে শেয়ার দর কমেছে ২২১ কোম্পানির। তার মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আরামিট লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সোমবার (১৩ মে) আরামিটের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৮ টাকা ৭০ পয়সা বা ৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রংপুর ডেইরী এন্ড ফুডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি।
সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওআইমেক্ম ইলেকট্রোডস লিমিটেড, সাইফ পাওয়ারটেক, প্রাইম ব্যাংক, লিবরা ইনফিউশনস, লুব-রেফ, বেস্ট হোল্ডিংস, হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি।
বিজনেস আওয়ার/১৩ মে/ এ এইচ