বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বুধবার (১৫ মে) আলিফ ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ই-জেনারেশন লিমিটেডের আজ ১৮ কোটি ৭ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ২ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, বেস্ট হোল্ডিংস, মালেক স্পিনিং মিলস, কোহিনূর ক্যামিকেলস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
বিজনেস আওয়ার/১৫ মে/ এ এইচ