বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি কোম্পানির মধ্যে ২১৫টি কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোনালী পেপারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১১ টাকা ৮০ পয়সা বা ২ দশমিক ৯৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আরামিট লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৮৬ শতাংশ কমেছে। পাশাপাশি তালিকার তৃতীয় স্থানে থাকা বিকন ফার্মার শেয়ারদর কমেছে ২ দশমিক ৯৮৫ শতাংশ।
দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, এইচ আর টেক্সটাইল, জিকিউ বলপেন, সোনালী আঁশ, লিগাসি ফুটওয়ার , ফেডারেল ইন্স্যু রেন্স কোম্পানি, দেশবন্ধু পলিমার লিমিটেড।
বিজনেস আওয়ার/১৬ মে/ এ এইচ