বিজনেস আওয়ার প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১২-১৬ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১২টি প্রতিষ্ঠান। এরমধ্যে ৮৫টির দর বেড়েছে, ২৯০টির দর কমেছে, ১৭টির দর অপরিবর্তিত ছিল এবং ২০টির লেনদেন হয়নি।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর বেড়েছে ২৬.৭৫ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাসি ফুটওয়্যারের ২১.২১ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ১৭.৯৩ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ১৭.৪০ শতাংশ, ইজেনারেশনের ১৬.২২ শতাংশ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ১৫.৫৫ শতাংশ, ইউনিলিভার কনজ্যুমারের ১৫.২৫ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১৪.২৯ শতাংশ, মুন্নু সিরামিকসের ১২.৭৬ শতাংশ, এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২.২৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
বিজনেস আওয়ার/১৭ মে/ এ এইচ