বিজনেস আওয়ার প্রতিবেদক : সোমবারের মতো মঙ্গলবারও (২০ অক্টোবর) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।
জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.০৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৭.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৫২ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৪.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১১৯.০৯ পয়েন্টে ও ১৬৯৪.৩৯ পয়েন্টে। তবে অপর সূচক সিডিএসইসি ১.১৮ পয়েন্ট কমে ৯৯০.৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯১৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৩০ কোটি ৯১ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৮৪ কোটি ১৪ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬০টির বা ৪৫.০৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৩৯টির বা ৩৯.১৫ শতাংশের এবং ৫৬টি বা ১৫.৭৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩১.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪০৬৩.১৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। আজ সিএসইতে ২১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/২০ অক্টোবর, ২০২০/এস