বিজনেস আওয়ার ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদায়ে থমকে গেছে বিপিএলের চাকা। ৩০ ডিসেম্বরের ম্যাচ স্থগিত হওয়ায় বড়সড় পরিবর্তনের মুখে পড়েছে টুর্নামেন্টের সূচি। আর এই রদবদলের ধাক্কা লাগতে পারে চট্টগ্রাম পর্বে। বন্দরনগরীতে এবার বিপিএলের আসর বসা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।
বিসিবি সূত্রে জানা গেছে, পরিবর্তিত পরিস্থিতিতে চট্টগ্রাম পর্ব আয়োজন নিয়ে দোটানায় রয়েছে গভর্নিং কাউন্সিল। সাগরিকায় এবার বিপিএলের ম্যাচ না হওয়ার সম্ভাবনাই প্রবল। মূলত দেশের সার্বিক পরিস্থিতি এবং লজিস্টিক জটিলতার কারণে ফ্র্যাঞ্চাইজিগুলো বারবার ভ্রমণের ধকল নিতে চাইছে না।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল সিলেট পর্বের। কিন্তু ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার সম্মানে স্থগিত হওয়া ম্যাচ দুটি পিছিয়ে নেওয়া হয়েছে আগামী ৪ জানুয়ারি। ওই দিন মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্সের।
জানা গেছে, শেষ পর্যন্ত যদি চট্টগ্রাম পর্ব বাতিল হয় তবে সেই ম্যাচগুলো ভাগ করে দেওয়া হবে সিলেট ও ঢাকার মধ্যে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বিজনেস আওয়ার/ ৩১ ডিসেম্বর / রাসেল























