স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স ইউনিটের ২০২৪-২০২৫ মৌসুমের জন্য ২৫ ক্রিকেটারকে মনোনীত করেছে ক্রিকেট বোর্ড। ২০ মে থেকে ১৪ জুন চলবে অনুশীলন। আজ সোমবার ছিল রিপোর্টিং।
ক্রিকেট অনুশীলনের পাশাপাশি এইচপি ট্রেনিংয়ে আনুষাঙ্গিক কার্যক্রমও থাকবে। শুরু হবে স্ট্রেন্থ ও কন্ডিশনিং ক্যাম্প দিয়ে। পাশাপাশি ইংরেজি বলার দক্ষতা বাড়ানো, খাবার ও পুষ্টি জ্ঞান, মিডিয়া সামলানো, ক্রিকেট প্লেয়িং কন্ডিশন আর দুর্নীতি দমন সম্পর্কে ধারণা দেয়া হবে ক্রিকেটারদের।
মূলত সর্বশেষ যুব (অনূর্ধ্ব-১৯) দলের সদস্যদের বড় অংশ আছেন এবারের এইচপিতে। যুব দলের ১৪ ক্রিকেটার আছেন এই ২৫ জনের তালিকায়।
এইচপি স্কোয়াড
ওপেনার: মাহফিজুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান
মিডল অর্ডার ব্যাটার: আরিফুল ইসলাম, এসএম মেহেরব হাসান, আইচ মোল্লা, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রিতম কুমার
অলরাউন্ডার: মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন
স্পিনার: রকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, মেহেদি হাসান, নাইম হোসেন সাকিব
পেসার: রুয়েল মিয়া, মারুফ মৃধা, রিপন মন্ডল, আশিকুর জামান, রোহানাত দৌল্লাহ বর্ষণ।
বিজনেস আওয়ার/২০ মে/ রানা