বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২০ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ২৭৮টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ইজেনারেশন লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১০ টাকা ২০ পয়সা বা ২.৯৮ শতাংশ।
আর ৬০ পয়সা বা ২.৯৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ইন্সুরেন্সের ২.৯৭ শতাংশ, এইচআর টেক্সটাইলের ২.৯৭ শতাংশ, জেমিনি সি ফুডের ২.৯৬ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ২.৯৬ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ২.৯৫ শতাংশ, ফরচুন সুজের ২.৯৪ শতাংশ এবং এপেক্স ফুডস লিমিটেডের ২.৯৪ শতাংশ দর কমেছে।
বিজনেস আওয়ার/২০ মে/ এ এইচ