স্পোর্টস ডেস্ক: লিগপর্বের খেলা শেষে যে দু্ই দল পয়েন্ট তালিকায় শীর্ষে থাকবে, তারা খেলবে প্রথম কোয়ালিফায়ার। সে হিসেবে প্রথম স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুখোমুখি হবে দ্বিতীয় স্থানে থাকা সানরাইজার্স হায়দরাবাদের। এই ম্যাচে যে দল জিতবে, তারাই চলে যাবে ফাইনালে।
আজ বুধবার নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে কলকাতার মুখোমুখি হবে হায়দরাবাদ। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে কেকেআরের বেশ কিছু সমস্যা দেখছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। যে সমস্যাগুলো হায়দরাবাদের বিপক্ষে কলকাতাকে ভোগাতে পারে।
আকাশ চোপড়া মনে করেন, কলকাতার জন্য সমস্যা হলো ফিল সল্টের না থাকা। সল্টকে সঙ্গে নিয়ে আগের ম্যাচগুলোতে যেভাবে ইনিংস শুরু করেছিলেন সুনিল নারিন, আজকের ম্যাচে হয়তো সেভাবে কলকাতাকে ভালো শুরু এনে দিতে পারবেন না তিনি।
উল্লেখ্য, চলতি মৌসুমে কলকাতার দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হলেন সল্ট। ১২ ম্যাচে ৪৩৫ রান করেছেন তিনি। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার জন্য আইপিএল ছেড়ে গেছেন কলকাতার এই ইংলিশ টপঅর্ডার।
নিজের ইউটিউব চ্যালেনে আকাশ চোপড়া বলেন, ‘নিশ্চিতভাবে একটি সমস্যা হতে পারে। এই মৌসুমে ফিল সল্ট দলের সাফল্যে দারুণ অবদান রেখেছে। সুনিল নারিনকে দিয়ে সে যে সূচনা এনে দিতো তা হঠাৎ করেই প্রতিপক্ষ দলকে ব্যাকফুটে ফেলে দিতো। সেখান থেকে উঠে আসাও প্রতিপক্ষ দলের জন্য খুব কঠিন মনে হয়। ফিল সল্ট এখন নেই।’
সল্টের পরিবর্তে আজ কলকাতার হয়ে খেলতে পারেন আফগানিস্তানের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। তিনি সল্টের মতো পারফর্ম করতে পারবেন না বলে মনে করেন আকাশ চোপড়া।
তার জায়গায় আছেন রহমানুল্লাহ গুরবাজ। রহমানুল্লাহ গুরবাজের পক্ষে যে জিনিসটি যায় তা হল তিনি এক সময়ে গুজরাট টাইটানসের অংশ ছিলেন। তাই তিনি আগেও এই মাঠে এবং এই পিচে খেলেছেন যদিও গুজরাটের সাথে থাকাকালীন তিনি খুব বেশি সুযোগ পাননি,
এছাড়া শ্রেয়াস আয়ার ও রিংকু সিংয়ের অফফর্মও আজ ভোগাতে পারে কলকাতাকে।
এ বিষয়ে আকাশ চোপড়া বলেন, ‘দ্বিতীয় সমস্যা হল, এই বছর শ্রেয়াস আয়ার খুব বেশি রান করতে পারেনি। সে কিছুটা অ্যাঙ্কর-টাইপের ভূমিকা পালন করেছে। যেখানে তার চারপাশের সব খেলোয়াড় রকেট লঞ্চারের মতো আসে। এমনকি সে বলেছিল যে, এবার তার অ্যাঙ্করের ভূমিকা রয়েছে। তাই সে অ্যাঙ্করিং করছে। কিন্তু আপনি মৌসুমটি যেমন আশা করছেন সেভাবে হয়নি।’
আজকের ম্যাচে যে দল হারবে তারা খেলবে কোয়ালিফায়ার ২। এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে এই ম্যাচ খেলবে তারা। কোয়ালিফায়ারে ২-এ জিততে পারলে যেতে পারবে ফাইনালে।
বিজনেস আওয়ার/২১ মে/ রানা