বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে আগামী নভেম্বর মাসেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার (২১ অক্টোবর) দুপুর মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার বিষয়ে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি এ কথা জানান।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা নিয়ে যেহেতু শীতকাল নিয়ে এক ধরনের দুশ্চিন্তা আছে সে কারণে আমরা কোভিড বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সাথে আলোচনা করব। আমরা যখন মনে করব স্বাস্থ্যঝুঁকি নেই এবং যে রিস্কটুকু নেয়া সম্ভব সে পরিস্থিতি হলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারব। তবে তা কবে হবে সেটি এ মুহূর্তে বলা সম্ভব নয়।
এ সময় সংবাদ সম্মেলনে অনলাইনে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়ার পর গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে কওমি মাদ্রাসা ছাড়া অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।
বিজনেস আওয়ার/২১ অক্টোবর, ২০২০/এ