ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কিন্ডারগার্টেন স্কুল খোলার দাবিতে রাজধানীতে মানববন্ধন

  • পোস্ট হয়েছে : ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • 69

বিজনেস আওয়ার প্রতিবেদক: আর্থিক সহযোগিতা এবং করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে কিন্ডারগার্টেন স্কুল খুলে দেওয়ার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে কিন্টারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটি। বুধবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সংগঠনটির সদস্য-সচিব জি এম জাহাঙ্গীর কবির রানা শিক্ষাক্ষেত্রে কিন্টারগার্টেন স্কুলের অবদান তুলে ধরে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশাপাশি নিজস্ব অর্থায়নে পরিচালিত কিন্ডারগার্টেন স্কুল শিক্ষা ক্ষেত্রে এক যুগান্তকারী ও সময়োপযোগী ভূমিকা পালন করে চলেছে।

৪০ হাজার কিন্ডারগার্টেন স্কুলের প্রায় এক কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু করোনার সংক্রমনের কারণে স্কুল বন্ধ। এমন অবস্থায় শিক্ষকরা এখন মানবেতর জীবনযাপন করছেন। তাই শিক্ষকদের প্রনোদনা প্রদান ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্কুল খুলে দেয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, এই কিন্ডারগার্টেন স্কুলগুলো না থাকলে শতভাগ শিক্ষা কর্মসূচি ও টেকসই উন্নয়ন বাস্তবায়নের জন্য আরও অন্তত ৩০ হাজারের উপর শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন হতো। এ কাজে শত শত কোটি টাকা ব্যয় হতো। তাই কিন্ডারগার্টেন স্কুলগুলো সরকাররে পরোক্ষভাবে সহায়তা করছে।

মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর কাছে তিনটি দাবি উত্থাপন করা হয়, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, কিন্ডারগার্টেন’র প্রায় 8 লাখ শিক্ষক-কর্মচারীর জন্য একটি সম্মানজনক আর্থিক বরাদ্দ এবং শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে মেধা মূল্যায়নের সুযোগ দেওয়া।

সংগঠনের আহবায়ক মো. মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী, এম এইচ বাদল, হাবিবুর রহমান, ইস্কান্দার আলী হাওলাদার, নুরুজ্জামান কায়েস প্রমুখ। রাজধানীর মিরপুর আইডিয়াল স্কুলসহ বিভিন্ন স্কুলের কয়েকশ’ শিক্ষকরা এ মানববন্ধনে অংশ নেন।

বিজনেস আওয়ার/২১ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কিন্ডারগার্টেন স্কুল খোলার দাবিতে রাজধানীতে মানববন্ধন

পোস্ট হয়েছে : ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক: আর্থিক সহযোগিতা এবং করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে কিন্ডারগার্টেন স্কুল খুলে দেওয়ার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে কিন্টারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটি। বুধবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সংগঠনটির সদস্য-সচিব জি এম জাহাঙ্গীর কবির রানা শিক্ষাক্ষেত্রে কিন্টারগার্টেন স্কুলের অবদান তুলে ধরে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশাপাশি নিজস্ব অর্থায়নে পরিচালিত কিন্ডারগার্টেন স্কুল শিক্ষা ক্ষেত্রে এক যুগান্তকারী ও সময়োপযোগী ভূমিকা পালন করে চলেছে।

৪০ হাজার কিন্ডারগার্টেন স্কুলের প্রায় এক কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু করোনার সংক্রমনের কারণে স্কুল বন্ধ। এমন অবস্থায় শিক্ষকরা এখন মানবেতর জীবনযাপন করছেন। তাই শিক্ষকদের প্রনোদনা প্রদান ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্কুল খুলে দেয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, এই কিন্ডারগার্টেন স্কুলগুলো না থাকলে শতভাগ শিক্ষা কর্মসূচি ও টেকসই উন্নয়ন বাস্তবায়নের জন্য আরও অন্তত ৩০ হাজারের উপর শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন হতো। এ কাজে শত শত কোটি টাকা ব্যয় হতো। তাই কিন্ডারগার্টেন স্কুলগুলো সরকাররে পরোক্ষভাবে সহায়তা করছে।

মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর কাছে তিনটি দাবি উত্থাপন করা হয়, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, কিন্ডারগার্টেন’র প্রায় 8 লাখ শিক্ষক-কর্মচারীর জন্য একটি সম্মানজনক আর্থিক বরাদ্দ এবং শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে মেধা মূল্যায়নের সুযোগ দেওয়া।

সংগঠনের আহবায়ক মো. মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী, এম এইচ বাদল, হাবিবুর রহমান, ইস্কান্দার আলী হাওলাদার, নুরুজ্জামান কায়েস প্রমুখ। রাজধানীর মিরপুর আইডিয়াল স্কুলসহ বিভিন্ন স্কুলের কয়েকশ’ শিক্ষকরা এ মানববন্ধনে অংশ নেন।

বিজনেস আওয়ার/২১ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: