ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বার্সায় জাভির উত্তরসূরি হানসি ফ্লিক

  • পোস্ট হয়েছে : ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • 137

স্পোর্টস ডেস্ক: পুরো মৌসুমে কোনো শিরোপা নেই। এর উপর ক্লাব নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য। এই দুইটি বিষয়কে সামনে রেখে কোচ জাভি হার্নান্দেজকে বরখাস্ত করে দিয়েছিল বার্সেলোনা। এখন নতুন কোচের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পালা বার্সার।

জাভিকে বরখাস্ত করার আগেই স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছিল, নতুন কোচ খোঁজের নেমেছে বার্সার মালিকপক্ষ। আর কাতালানের ক্লাবটির নতুন কোচ হতে যাচ্ছেন হানসি ফ্লিক।

অবশেষে সেটিই সত্য হলো। চুক্তি করতে বার্সায় এসে গেছেন জাভির উত্তরসূরি ফ্লিক।

গতকাল মঙ্গলবার নিজের এজেন্ট পিনি জাহাভি সহ বার্সায় অবতরণ করেন ফ্লিক। নতুন দায়িত্ব পুরোপুরি বুঝে নিতেই বার্সায় তার আগমন।

গেল বছরের সেপ্টেম্বরে ফ্লিককে জাতীয় দলের কোচ পদ থেকে বরখাস্ত করে জার্মানি। এরপর থেকে কোনো ক্লাব বা জাতীয় দলের কোচিংযের দায়িত্বে ছিলেন না ফ্লিক। অবশেষে ৭ মাস পর নতুন চাকরি পেলেন তিনি।

বার্সার সঙ্গে কত বছরের চুক্তি করতে যাচ্ছেন ফ্লিক, সেটি এখনো জানা যায়নি। তবে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, ক্লাবটির সঙ্গে প্রাথমিকভাবে ২ বছরের চুক্তি করবেন তিনি।

অনেক আগে থেকেই ফ্লিকের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। ২০২১ সালেই ফ্লিককে কোচ করে আনতে চেয়েছিলেন তিনি।কিন্তু সে সময় ফ্লিকের পরিবর্তে জাভির সঙ্গেই চুক্তি করেছিলেন তিনি। এবার জাভিকে বরখাস্ত করে ফ্লিককে আনলেন লাপোর্তা।

বিজনেস আওয়ার/২৯ মে/রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বার্সায় জাভির উত্তরসূরি হানসি ফ্লিক

পোস্ট হয়েছে : ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪

স্পোর্টস ডেস্ক: পুরো মৌসুমে কোনো শিরোপা নেই। এর উপর ক্লাব নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য। এই দুইটি বিষয়কে সামনে রেখে কোচ জাভি হার্নান্দেজকে বরখাস্ত করে দিয়েছিল বার্সেলোনা। এখন নতুন কোচের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পালা বার্সার।

জাভিকে বরখাস্ত করার আগেই স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছিল, নতুন কোচ খোঁজের নেমেছে বার্সার মালিকপক্ষ। আর কাতালানের ক্লাবটির নতুন কোচ হতে যাচ্ছেন হানসি ফ্লিক।

অবশেষে সেটিই সত্য হলো। চুক্তি করতে বার্সায় এসে গেছেন জাভির উত্তরসূরি ফ্লিক।

গতকাল মঙ্গলবার নিজের এজেন্ট পিনি জাহাভি সহ বার্সায় অবতরণ করেন ফ্লিক। নতুন দায়িত্ব পুরোপুরি বুঝে নিতেই বার্সায় তার আগমন।

গেল বছরের সেপ্টেম্বরে ফ্লিককে জাতীয় দলের কোচ পদ থেকে বরখাস্ত করে জার্মানি। এরপর থেকে কোনো ক্লাব বা জাতীয় দলের কোচিংযের দায়িত্বে ছিলেন না ফ্লিক। অবশেষে ৭ মাস পর নতুন চাকরি পেলেন তিনি।

বার্সার সঙ্গে কত বছরের চুক্তি করতে যাচ্ছেন ফ্লিক, সেটি এখনো জানা যায়নি। তবে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, ক্লাবটির সঙ্গে প্রাথমিকভাবে ২ বছরের চুক্তি করবেন তিনি।

অনেক আগে থেকেই ফ্লিকের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। ২০২১ সালেই ফ্লিককে কোচ করে আনতে চেয়েছিলেন তিনি।কিন্তু সে সময় ফ্লিকের পরিবর্তে জাভির সঙ্গেই চুক্তি করেছিলেন তিনি। এবার জাভিকে বরখাস্ত করে ফ্লিককে আনলেন লাপোর্তা।

বিজনেস আওয়ার/২৯ মে/রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: