ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নেপালে আটক আনার হত্যার অন্যতম সন্দেহভাজন সিয়াম

  • পোস্ট হয়েছে : ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • 140

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেনকে নেপালে আটক করার তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার (৩০ মে) নেপাল পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র।

আটক সিয়াম এমপি আজিমের লাশ গুমে জড়িত ছিলেন দাবি করে ডিবির এক কর্মকর্তা বলেন, তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি আখতারুজ্জামান শাহীনের সহকারী হিসেবে কাজ করতেন।

তদন্ত-সংশ্লিষ্ট ডিবি সূত্র জানায়, সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এর মধ্যেই বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ শুরু হয়েছে।

এছাড়া হত্যার ঘটনা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ শনিবার সকালে একটি ফ্লাইটে তিনি নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজনেস আওয়ার/০১ জুন/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নেপালে আটক আনার হত্যার অন্যতম সন্দেহভাজন সিয়াম

পোস্ট হয়েছে : ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেনকে নেপালে আটক করার তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার (৩০ মে) নেপাল পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র।

আটক সিয়াম এমপি আজিমের লাশ গুমে জড়িত ছিলেন দাবি করে ডিবির এক কর্মকর্তা বলেন, তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি আখতারুজ্জামান শাহীনের সহকারী হিসেবে কাজ করতেন।

তদন্ত-সংশ্লিষ্ট ডিবি সূত্র জানায়, সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এর মধ্যেই বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ শুরু হয়েছে।

এছাড়া হত্যার ঘটনা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ শনিবার সকালে একটি ফ্লাইটে তিনি নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজনেস আওয়ার/০১ জুন/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: