স্পোর্টস ডেস্ক: ১৯৫ রান তাড়ায় ৬.৩ ওভারে ৪২ রানে ২ উইকেট হারিয়ে বসে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতি থেকে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় মার্কিনিরা। দাপুটে জয়ে ব্যাট হাতে তাণ্ডব চালান অ্যারন জোন্স। চারে নেমে ৪০ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন তিনি।
২৫০ স্ট্রাইকরেটের ইনিংসে ৪টি চার ও ১০টি ছয় মারেন জোনস। এমন ব্যাটিংয়ে একাধিক রেকর্ড গড়েন এই ডানহাতি।
জোন্স গতকাল যে ১০টি ছয় মেরেছেন, এতে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে দ্বিতীয় স্থানে নাম লিখিয়েছেন। বিশ্বকাপে এক ইনিংসে দুইবার দশের বেশ ছক্কা হাঁকানোর রেকর্ড ক্রিস গেইলের।
টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিষেকে জোন্সসের ৯৪ রান ব্যক্তিগত ইনিংসের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ। এখানেও প্রথম ক্যারিবিয়ান গ্রেট ক্রিস গেইল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৭ সালে ১১৭ রান করেছিলেন এই তারকা। তবে সে ম্যাচটি হারে গেইলের দল।
রান তাড়ায় ২২ বলে ফিফটি করেছেন জোন্স। যা যুক্তরাষ্ট্রের হয়ে কোনো ব্যাটারের দ্রুত ফিফটি।
দলীয় অর্জনেও রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। কানাডার দেওয়া ১৯৫ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখে তাড়া করে তারা, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। যুক্তরাষ্ট্রের নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে এই ম্যাচে।
যা এর আগে ছিল ১৬৯ রান।
বিজনেস আওয়ার/০২ জুন/ রানা