স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেটে শেষ হচ্ছে রাহুল দ্রাবিড় অধ্যায়। ইতোমধ্যে নতুন কোচের সন্ধান শুরু করে দিয়েছে বিসিবিআই। এই আলোচনায় দেশটির সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরকে এগিয়ে রেখছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। এবার গম্ভীর নিজেও সবুজ সংকেত দিয়ে রাখলেন।
দুবাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে গম্ভীর বলেন, ‘ভারতীয় দলের কোচ হতে পারলে ভালো লাগবে। দেশের কোচ হওয়ার থেকে বড় গর্বের কিছু হয় না। ১৪০ কোটি ভারতীয়ের প্রতিনিধি হওয়া যায় কোচ হলে।’
কোচ হওয়ার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ২৭ মে।
রোহিত শর্মাদের দায়িত্ব নিতে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। তবে তালিকায় গম্ভীরের নাম ছিল কি না সে বিষয়টি পরিস্কার করেনি বিসিসিআই।
আবেদনের দিন শেষ হয়ে গেলেও বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন, ‘ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করার দিন শেষ। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড আরও কিছু দিন সময় নিতে চাইবে।
কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আরও একটু ভাবতে চাইবে। দল এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত। তার পর শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ে সিরিজে সিনিয়রদের বিশ্রাম দেওয়া হবে। সেখানে জাতীয় ক্রিকেট একাডেমির কোচেরা যাবেন দলের সঙ্গে। তাই কোনও তাড়া নেই।
বিজনেস আওয়ার/০২ জুন/ রানা