বিজনেস আওয়ার প্রতিবেদক: ভারতের সমীক্ষা বলছে ৩৫০ এর বেশি আসন পাবে বিজেপি নেতৃত্বাধীন এমডিএ। আর সেই খবরেই ভারতের শেয়ারবাজারে সেনসেক্স বেড়েছে ২ হাজার ২৮৫ পয়েন্ট বা ৩.০৯ শতাংশ।
আজ সোমবার (০৩ জুন) লেনদেনের মাঝামাঝি সময়ে ভারতের শেয়ারবাজারে এমন চিত্র দেখা যায়।
এদিন রেকর্ড লাফ দিয়ে উঠেছে নিফটিও। এই সূচকটি এখন পর্যন্ত বেড়েছে প্রায় ৭০০ পয়েন্ট। এর ফলে নিফটি উঠেছে ২৩ হাজার ২২৭ পয়েন্টে।
সেনসেক্স এবং নিফটি বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক। এদের ওঠাপড়ার উপর নির্ভর করে পুঁজিবাজার এবং শেয়ারদর।
এর আগের কার্যদিবসে সেনসেক্সের লেনদেন শেষ হয়েছিলো ৭৩ হাজার ৯৬১ পয়েন্টে। আজ সর্বোচ্চ ৭৬ হাজার ৭৩৮ পয়েন্টে উঠেছিলো। এরপর সূচকটি কিছুটা কমে এখন ৭৬ হাজার ২৪৭ পয়েন্টে নেমেছে।
এর আগে গত ১৯ এপ্রিল ভারতে লোকসভার নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুদিন আগে থেকে দেশটির শেয়ারবাজার প্রবল গতিতে উর্ধমুখী হতে থাকে। তখন পর্যন্ত ক্ষমতাসীন বিজেপি ও তার এনডিএ জোটের ক্ষমতায় বহাল থাকার সম্ভাবনা তীব্র ছিল।
সরকার পরিবর্তন না হলে নীতিমালা ও উন্নয়নের বর্তমান ধারা বহাল থাকবে এমন আশাবাদে উজ্জীবিত হয়ে বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগে সক্রিয় হয়ে ওঠেন।
কিন্তু প্রথম তিন ধাপের ভোট শেষ হওয়ার পর বিজেপি জোটের ক্ষমতায় ফেরার সম্ভাবনা ফিকে হতে থাকলে বাজার কিছুটা গতি হারায়। তবে এমডিএর ৩৫০ এর বেশি আসন পাবার খবরে লাফিয়ে বাড়ছে ভারতের পুঁজিবাজারের সূচকগুলো।
বিজনেস আওয়ার/০৩ জুন/ এ এইচ